প্লাস্টিকের বর্জ‍্য থেকে ছড়াচ্ছে দূষণের বিষ, চিন্তায় বিশ্বের সব দেশ

Last Updated:

বিশ্ব জুড়ে প্লাস্টিক যুগ। প্লাস্টিক ছাড়া চলে না। কিন্তু, যেভাবে এই প্লাস্টিকের বর্জ‍্য থেকে দূষণের বিষ ছড়াচ্ছে, তাতে ঘুম উড়েছে ভারত-সহ সব দেশের।

#কলকাতা: বিশ্ব জুড়ে প্লাস্টিক যুগ। প্লাস্টিক ছাড়া চলে না। কিন্তু, যেভাবে এই প্লাস্টিকের বর্জ‍্য থেকে দূষণের বিষ ছড়াচ্ছে, তাতে ঘুম উড়েছে ভারত-সহ সব দেশের।
তাকে চাই বা না চাই, সে হাতে চলেই আসে। কখনও আদরের পুতুল হয়ে...কখনও টুথ ব্রাশ...স্কুল ব‍্যাগ...
নানা চেহারায়, নানা ভাবে, নানা প্রয়োজনে প্লাস্টিক আসে ঘুরেফিরে
advertisement
জলের বোতল থেকে স্ট্র, চিপস-চকোলেটের প‍্যাকেট থেকে চামচ, প্লেট...আরও কত কী....প্লাস্টিক ছাড়া চলে না....
advertisement
কিন্তু এর মধ্যে, ৮৬ শতাংশ প্লাস্টিকই নতুন করে আর ব‍্যবহার করা যায় না
আর এতেই বিপদ। দিনে দিনে প্লাস্টিক বর্জ‍্যের স্তূপ জমছে। যা কয়েকশো বছরেও মাটিতে মিশে যায় না।
ভারতে প্রতি বছর প্লাস্টিকের বর্জ‍্য জমা হয় ৫ লক্ষ টন
advertisement

জমতে জমতে প্লাস্টিকের পাহাড়। আর তা থেকেই ছড়াচ্ছে দূষণ। শরীরে ঢুকছে বিষ। এ নিয়ে ঘোর চিন্তায় বিশ্বের সব দেশ। রাষ্ট্রপুঞ্জও তাই এবার পরিবেশ দিবসে প্লাস্টিকের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিল। কিন্তু, প্লাস্টিক এতটা ক্ষতিকারক কেন? বিশেষ‍জ্ঞরা বলছেন, বাজারের চাহিদা মতো প্লাস্টিকের সঙ্গে বিভিন্ন ধরনে রাসায়নিক ‍ব‍্যবহার করে একে করে তোলা যায় শক্ত, নরম এবং নানা রঙের। এ সব করতে গিয়ে কখনও কখনও এমন সব রাসায়নিক ব‍্যবহার করা হচ্ছে যা থেকে ক‍্যানসারের মতো মারণ রোগও হতে পারে। শুধু তাই নয়, প্লাস্টিক গিলে খাচ্ছে সমুদ্রকেও।
advertisement
সমুদ্রের বুকে যা বর্জ‍্য রয়েছে তার মধ‍্যে ৯০ শতাংশই প্লাস্টিক বর্জ‍্য
প্রতি বছর ২ কোটি ৩০ লক্ষ মেট্রিক টন প্লাস্টিকের বর্জ‍্য গিয়ে জমা হচ্ছে সমুদ্রের বুকে।
এভাবে চললে, ২০৫০ সালে সমুদ্রে মাছের থেকে প্লাস্টিকের ওজন বেশি হবে
advertisement
বিশ্বে প্রতি মিনিটে প্রায় ২০ লক্ষ প্লাস্টিক ব‍্যাগ বিক্রি হয় যা আর দ্বিতীয়বার ব‍্যবহার হয় না।
বিশ্বে প্রতি মিনিটে প্রায় ১০ লক্ষ প্লাস্টিক বোতল বিক্রি হয় হয়
সমুদ্রের তলায় এই প্লাস্টিকের ব‍্যাগ রয়ে যায় ১০ থেকে ২০ বছর
আর প্লাস্টিকের বোতল তো নষ্টই হয় না
সমুদ্র না বাঁচলে কি এই পৃথিবীটা বাঁচবে? বিশেষজ্ঞদের অনেকে বলছেন, এ বিশ্বকে শেষ করে দেওয়ার জন্য পরমাণু অস্ত্রের থেকেও হয়ত ভয়ঙ্কর এই প্লাস্টিক। কিন্তু, এর থেকে বাঁচার উপায় কী? সচেতনতা বাড়ানোর চেষ্টা তো হচ্ছে। কিন্তু, প্লাস্টিকের ব‍্যবহার তো কমছে না। তা হলে উপায়?
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্লাস্টিকের বর্জ‍্য থেকে ছড়াচ্ছে দূষণের বিষ, চিন্তায় বিশ্বের সব দেশ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement