South Dinajpur News: ২৫০ জনকে দত্তক নিল স্বাস্থ্য দফতর! যাদের শরীরে লুকিয়ে রয়েছে এই রোগ

Last Updated:

নিক্ষয় মিত্র প্রকল্পের মাধ্যমে জেলার প্রায় ২৫০ জন যক্ষ্মা রোগীকে দত্তক নেওয়া হল

+
যক্ষ্মা

যক্ষ্মা রোগ নির্মূল করতে বড় উদ্যোগ স্বাস্থ্য দফতরের

দক্ষিণ দিনাজপুর: যক্ষ্মা রোগ নির্মূল করতে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে ‘নিক্ষয় মিত্র’ প্রকল্পের মাধ্যমে জেলার প্রায় ২৫০ জন যক্ষ্মা রোগীকে দত্তক নেওয়া হল৷ এই প্রকল্পের অধীনে জেলা প্রশাসনের আধিকারিক থেকে সাধারণ মানুষরাও যক্ষ্মা রোগীদের ছয় মাসের খাবারের দ্বায়িত্ব নেন। চলতি বছরের মধ্যেই জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলাকে যক্ষ্মা রোগ মুক্ত করার লক্ষ্যে এক অভিনব এবং জনসচেতনতা ভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই। এই উদ্যোগের অংশ হিসেবে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া অনুষ্ঠান ভবনে যক্ষ্মা মুক্ত পঞ্চায়েত গড়ে তুলতে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, ‘নিক্ষয় মিত্র’ হিসেবে নাম নথিভুক্ত করতে জেলার যেকোন নাগরিক আগ্রহ প্রকাশ করতে পারেন। এক একজন ভলেন্টিয়ার এক বা একাধিক রোগীর দায়িত্ব নিতে পারেন এবং মাসিক ভিত্তিতে নির্ধারিত ফুড বাস্কেট সরবরাহের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পারেন। এই কাজ সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক হলেও এর সামাজিক গুরুত্ব যথেষ্ট।
advertisement
advertisement
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান, “যক্ষ্মা রোগের অন্যতম কারণ অপুষ্টি। তাদের পুষ্টিকর খাবার দিতে নিক্ষয় মিত্র প্রকল্প রয়েছে। এই মুহূর্তে ২৫০ জন এই সুবিধা পাচ্ছেন। খুব শীঘ্রই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাকিদের চিহ্নিত করে এই প্রকল্পের আওতায় আনা হবে। যক্ষ্মা মুক্ত বাংলা গড়তে বিনামূল্যে রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এটি একটি শুধুমাত্র আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা নয়, এটি এক ধরনের সামাজিক আন্দোলন হিসেবেও কাজ করবে বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রোগ প্রতিরোধ এবং সমাজসেবায় যুক্ত হচ্ছেন।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ২৫০ জনকে দত্তক নিল স্বাস্থ্য দফতর! যাদের শরীরে লুকিয়ে রয়েছে এই রোগ
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement