Handmade Fan: দারুণ ব্যাপার, জামাইষষ্ঠীর আগে বাজারে হু হু করে বিকোচ্ছে হাতপাখা! তাহলে কি...

Last Updated:

জামাইষষ্ঠীর আগে কদর বেড়েছে এই বেতের তৈরি হাতপাখার

+
মালদহে

মালদহে হাতপাখা তৈরিতে ব্যস্ত হস্তশিল্পীরা

মালদা: বৈদ্যুতিন যুগেও কদর হাতপাখার। সারা বছর হাতপাখার চাহিদা না থাকলেও বছরের এই সময় ব্যাপক চাহিদা থাকে এই হাত পাখার। তাই এই হাতপাখার চাহিদার ফলে সারাদিন ব্যস্ততা দেখা দেয় এই হস্তশিল্পীদের। তবে এই ব্যস্ততা শুধুই জামাইষষ্ঠীর প্রাক্কালে।
মূলত জামাইদের আদর করতে উপহার হিসেবে দেওয়া হয় হাতের তৈরি একাধিক জিনিসপত্র। জামাইষষ্ঠীর পুজোতে এই হাতপাখা দিয়ে জামাইদের বাতাস করে থাকেন শ্বাশুড়ি মায়েরা। তালের পাশাপাশি বেতের তৈরি হাতপাখার‌ও ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। তাই জামাইষষ্ঠীর আগে বাঁশের বেত দিয়ে তৈরি হাতপাখা বানাতে ব্যস্ত হস্তশিল্পীরা। জামাইষষ্ঠীর আগে মালদহ জেলাজুড়ে কদর বেড়েছে এই বেতের তৈরি হাতপাখার। বাড়ির ছোট থেকে শুরু করে বয়স্করা সকলেই মিলে হাতপাখা বানাতে ব্যস্ত সারাদিন।
advertisement
advertisement
রঙিন আলতা মাখিয়ে সাজান হয় এই হাতপাখা। সারাদিনে প্রায় ১৫০ থেকে ২০০ হাতপাখা তৈরি করেন বাড়ির সকলে মিলে। বর্তমানে ব্যাপক চাহিদার ফলে সারাদিন এই কাজে ব্যস্ত থাকতে হয় হস্তশিল্পীদের। হস্তশিল্পী দিপু ভগবত জানান, “মরসুম অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতে হয়। এখন জামাইষষ্ঠী পুজো তাই হাতপাখা বানাতে হচ্ছে। পাইকারদের অর্ডার মত হাত পাখা বানাতে হয়। অর্ডার না থাকলে আবার অনেক সময় খালি বসে থাকতে হয়। বর্তমান প্রযুক্তির কারণে শুধু পুজোর ক্ষেত্রেই এই হাত পাখা ব্যবহার করা হয়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান আধুনিক যুগে বদলেছে একাধিক প্রযুক্তি। উন্নত হয়েছে একাধিক ব্যবস্থা। যার ফলে কদর কমেছে হাতের তৈরি জিনিসপত্রের। তবে এখন শুধু পুজোর সময় ব্যবহার হয় হাতের তৈরি জিনিসপত্র। তাই এই সময় কদর বাড়ে হস্তশিল্পীদের হাতে তৈরি হাতপাখার।
advertisement
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Handmade Fan: দারুণ ব্যাপার, জামাইষষ্ঠীর আগে বাজারে হু হু করে বিকোচ্ছে হাতপাখা! তাহলে কি...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement