Amrit Bharat Station Scheme: মালদার বাসিন্দাদের জন্য সুখবর, এয়ারপোর্টের আদলে সেজে আরও একটি স্টেশন, মিলবে এইসব সুবিধা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
মালদহ টাউন স্টেশনের পর এবারে এয়ারপোর্টের আদলে সাজবে আরও একটি স্টেশন
মালদা: মালদহ টাউন স্টেশনের পর এবারে এয়ারপোর্টের আদলে সাজান হবে জেলার ১০০ বছরের পুরনো রেল স্টেশন মালদহ কোর্ট স্টেশন। ব্রিটিশ আমলে তৈরি এই রেল স্টেশন থেকে আজও প্রতিদিন যাত্রা করেন জেলা, ভিন জেলা ও ভিন রাজ্যের কয়েক হাজার রেল যাত্রী। রাজ্যের অন্যতম ব্যস্ত মালদহ টাউন স্টেশন থেকেও পুরনো এই কোর্ট স্টেশন। অমৃত ভারত প্রকল্পের অধীনে দেশ জুড়ে চলছে রেল স্টেশনগুলির সম্প্রসারণ ও সৌন্দর্যায়নের কাজ। একইভাবে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে এই স্টেশনের কাজও ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাজ দ্রুত সম্পন্ন হলে যাতায়াতের ক্ষেত্রে আরও সুবিধা হবে বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা।
এ বিষয়ে মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু বলেন, “কাজ সুষ্ঠুভাবে করা হচ্ছে। দেশের বিভিন্ন স্টেশনগুলির মত এয়ারপোর্টের আদলে এই স্টেশনও দেখতে সুন্দর হবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে দ্রুত গতিতে কাজ চলছে। আমরা নিয়মিত তদারকি করছি যেন কোনরকম গাফিলতি না হয়। কাজ সম্পন্ন হওয়ার পরে খুব সুন্দর লাগবে এই স্টেশন।”
advertisement
আরও পড়ুন: অপেক্ষার অবসান, এবার বাজারে বাজারে মিলবে মালদার বিখ্যাত সব আম! কেনার সময় না ঠকতে আগেই দেখে নিন দাম
advertisement
কাটিহার রেল ডিভিশনের অধীনস্থ এই মালদহ কোর্ট স্টেশন। কাটিহার ডিভিশনের ডি.আর.এম সুরেন্দ্র কুমার জানান, “স্টেশনের প্রবেশদ্বার আরও বড় করা হবে। নিরাপত্তার জন্য ইতিমধ্যে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা শুরু হয়েছে। রাস্তা সংস্কার এবং আলোক বাতি লাগানো হবে। পাশাপাশি সৌন্দর্যায়নের জন্য উদ্যান ও তৈরি করা হবে। অন্যান্য সুন্দর রেল স্টেশনের মত এই স্টেশনেও একাধিক সুবিধা থাকবে। আগামীতে প্ল্যাটফর্ম সংখ্যা এবং ট্রেন সংখ্যাও বাড়ানো হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় ১০০ বছরের বেশি পুরনো এই স্টেশন থেকে একসময় যাওয়া যেত বিদেশেও। আজও এই স্টেশন থেকে ভিন দেশে রফতানির উদ্দেশ্যে ছাড়ে মালগাড়ি। মালদহ কোর্ট স্টেশন হয়ে সিংহাবাদ স্টেশন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় একাধিক মালগাড়ি। স্থানীয়দের মতে এক সময় সেই এলাকাতেই ছিল আদালত তথা কোর্ট। তাই এই স্টেশনের নাম হয়েছে মালদহ কোর্ট স্টেশন।
advertisement
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 9:44 PM IST