Shopping: সরস্বতী পুজোর আগেই কেনাকাটার দুর্দান্ত সুযোগ! শাড়ি, প্রসাধনী, একেবারে কম মিলছে সবকিছুই, কোথায় মেলা বসেছে জানেন?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
শাড়ি থেকে শুরু করে বিভিন্ন প্রসাধনী সামগ্রী, সবই এখানে মিলছে। আগামী সাতদিন ব্যাপী চলবে এই মেলা।
মালদহ: সরস্বতী পুজোর আগে কেনাকাটার বিরাট সুযোগ! মালদহ কলেজ মাঠে বসেছে সস্তার পসরা। শাড়ি থেকে শুরু করে বিভিন্ন প্রসাধনী সামগ্রী, সবই এখানে মিলছে। আগামী সাতদিন ব্যাপী চলবে এই মেলা। মূলত মালদহ-সহ আশপাশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা নিজেদের তৈরি নানা সামগ্রী নিয়ে হাজির হয়েছেন এই মেলায়। মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
আঞ্চলিক এই সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মালদহ কলেজ ময়দানে এই মেলা চলবে। বিক্রেতা কোয়েল রায় বলেন, রাজ্য সরকারের ভাল উদ্যোগ। আমরা এখানে বিক্রি সুযোগ পাচ্ছি। আমাদের প্রচার হচ্ছে।
advertisement
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ১১টি জেলার মোট ৭ হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই মেলায় অংশ নিয়েছেন। ৬৫টি স্টল রয়েছে মেলাতে। বিভিন্ন ধরনের হস্ত প্রদর্শনী, ঘরোয়া শিল্প, খাওয়ারের স্টল রয়েছে এই মেলায়। সম্পূর্ণ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন ধরনের ঘরোয়া সামগ্রী এই মেলায় নিয়ে হাজির হয়েছেন। তমালি দত্ত বলেন, আমি নিজেই তৈরি করি। বিক্রির সুযোগ করে দিচ্ছে সরকার। এটা খুব ভাল উদ্যোগ।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীগুলিরদের সাবলম্বী করার ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এরকম ভাবে যদি প্রতিটি জেলায় মেলা অনুষ্ঠিত হয়, তাহলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতের কাজ সম্পর্কে মানুষ আরও বেশি করে জানতে পারবে। জেলায় এই ধরনের মেলা চললে অর্থনীতি উন্নয়ন বাড়বে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের উৎপাদিত সামগ্রী বিক্রির একটি প্ল্যাটফর্ম পাচ্ছেন এই মেলার মাধ্যমে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2025 11:43 PM IST