Hamro Party: ৬ মাস ধরে বন্ধ বাগান, খোলার পরিবর্তে টি ট্যুরিজমে আগ্রহী মালিকপক্ষ, দার্জিলিংয়ে এএলসির অফিস ঘেরাও করে বিক্ষোভ হামরো পার্টির 

Last Updated:

কাঞ্চনভিউ অন্যতম হেরিটেজ চা বাগান, অথচ হেলদোল নেই কোনও পক্ষেরই, ক্ষোভে ফুঁসছেন শ্রমিকেরা ৷

দার্জিলিংয়ে এএলসির অফিস ঘেরাও করে বিক্ষোভ হামরো পার্টির 
দার্জিলিংয়ে এএলসির অফিস ঘেরাও করে বিক্ষোভ হামরো পার্টির 
পার্থপ্রতিম সরকার, দার্জিলিং: মালিক এবং শ্রমিকের মধ্যে অসন্তোষের জেরে গত বছরের ৬ অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় বাগান। কর্মহীন হয়ে পড়েন শ্রমিকেরা। বেশ কয়েকবার বাগান খোলা নিয়ে শ্রম দফতর বৈঠক ডাকলেও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। বাগানেরই কয়েকজন শ্রমিককে সঙ্গে নিয়ে মালিক নিজের সিদ্ধান্তে অটল থাকে বলে অভিযোগ। বাগান খোলা দূরে থাক, উল্টে চা গাছ উপড়ে ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ (Hamro Party)।
এই ঘটনা দার্জিলিংয়ের ইংরেজ আমলের হেরিটেজ কাঞ্চনভিউ চা বাগানের। বাগান খোলার পরিবর্তে এখন একের পর এক চা গাছ উপড়ে ফেলা হচ্ছে। বাগানে চা পর্যটন শিল্প গড়ে তুলতে আগ্রহী মালিকপক্ষ। সেই লক্ষ্যেই বাগানের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। বাগান এলাকার দোকানপাট সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। এমনকী, এর জন্যে সংলগ্ন এলাকায় একটি সরকারী প্রাইমারি স্কুলের জমিও বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা। প্রতিবাদে মঙ্গলবার দার্জিলিংয়ে অতিরিক্ত শ্রম কমিশনারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় হামরো পার্টি অনুমোদিত চা শ্রমিক সংগঠন। দাবি না মিটলে অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছে শ্রমিকরা। এদিনের ঘেরাও সভায় উপস্থিত ছিলেন হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। শ্রমিকদের পাশে থাকবার আশ্বাস দিয়েছেন তিনি।
advertisement
advertisement
বাগানেরই দীপেন রাই, জীতেন রাইরা এদিন অভিযোগ করেন, একশ্রেণীর শ্রমিকদের পাশে নিয়ে মালিকপক্ষ জোর করে সই করিয়ে নিয়েছে। কিন্তু বাগানের বড় অংশের শ্রমিক তা মানবে না। পাহাড়, তরাই এবং ডুয়ার্সেও চা পর্যটন শিল্প গড়ে উঠেছে। এবং তা সরকারি আইন মেনেই হয়েছে। তবে এখানে তা হবে না কেন? ৬ মাস ধরে বাগান বন্ধ। অথচ কোনও হেলদোল নেই কারোরই। অবিলম্বে মালিকপক্ষ সিদ্ধান্ত না বদলালে আগামী দিনে আন্দোলন বৃহত্তর হবে। রাস্তায় নেমে আসবে বাগানের শ্রমিক পরিবার। অনশন শুরু হবে। শ্রম দপ্তর কি ভূমিকা নেয়, সেদিকেই নজর। পাহাড়ের অন্যতম হেরিটেজ এই বাগান। আর মালিকপক্ষ নিজেরাই বাগানের বাংলো পুড়িয়ে দিয়ে এদিন শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ তুলছে, গ্রেফতারও হয়েছেন শ্রমিকরা।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Hamro Party: ৬ মাস ধরে বন্ধ বাগান, খোলার পরিবর্তে টি ট্যুরিজমে আগ্রহী মালিকপক্ষ, দার্জিলিংয়ে এএলসির অফিস ঘেরাও করে বিক্ষোভ হামরো পার্টির 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement