Uttar Pradesh: ‘এক রাতের জন্য স্ত্রীকে আমার কাছে পাঠাও, তাহলেই প্রোমোশন...’ বসের ফোন পেয়ে আত্মঘাতী কর্মী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
UP government employee committed suicide: ‘বস’ নাকি বলেছিলেন, এক রাতের জন্য স্ত্রীকে তার কাছে পাঠাতে ৷ তাহলেই মিলবে প্রোমোশন ৷
লখনউ: ব্যক্তিগত কারণেই বদলির প্রয়োজন ছিল ৷ বসকে সে কথা বলতেই মাথায় হাত কর্মীর ৷ শেষপর্যন্ত এমনই অবস্থা হল, যে আত্মঘাতীই হতে হল তাঁকে ৷ ‘বস’ নাকি বলেছিলেন, এক রাতের জন্য স্ত্রীকে তার কাছে পাঠাতে ৷ তাহলেই মিলবে প্রোমোশন ৷ এই কথা শোনার পর আর থাকতে পারেননি ওই কর্মী ৷ অপমানে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন উত্তর প্রদেশের লখিমপুরের বিদ্যুৎ বিভাগের ওই কর্মী (UP government employee committed suicide) ৷
৪৫ বছর বয়সী গোকুল প্রসাদ উত্তর প্রদেশের বিদ্যুৎ বিভাগে লাইনম্যানের কাজ করতেন ৷ অভিযোগ, কাজের জায়গা অনেক দূরে হওয়ায় বসের কাছে নিজের অন্য কোথাও বদলি চেয়েছিলেন গোকুল প্রসাদ ৷ এর জন্য বেশ কয়েকবার আবেদন করেছিলেন তিনি ৷ কিন্তু এর উত্তরে বস যা বলেছেন, তা মেনে নিতে পারেন নি ওই কর্মী ৷
advertisement
advertisement
দফতরের সামনেই নিজের গায়ে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে দেন। পুলিশ আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা দায়ের করেছে। গোকুলের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী অবসাদের শিকার হন। তিনি ওষুধও খেতেন। ওঁকে আলিগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সেখানে কাজ করতে যেতে সমস্যা হচ্ছিল বলে উনি বাড়ির কাছাকাছি বদলির আবেদন জানান। তখনই গোকুলকে বলা হয়, বদলি চাইলে একটা রাতের জন্য স্ত্রীকে পাঠিয়ে দাও ৷
Location :
First Published :
April 12, 2022 11:36 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Uttar Pradesh: ‘এক রাতের জন্য স্ত্রীকে আমার কাছে পাঠাও, তাহলেই প্রোমোশন...’ বসের ফোন পেয়ে আত্মঘাতী কর্মী