GI Tag: রসগোল্লা ঘিরে ক্ষীরের প্রলেপের গায়ে পোস্ত মাখানো চিনি! মালদহের রসকদম্বের জিআই তকমার জন্য উদ্যোগ
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Harashit Singha
Last Updated:
GI Tag: মালদহে প্রাচীন মিষ্টি রসকদম, দুই বছর আগে জিআইএর জন্য আবেদন করা হয়েছে, জিআই পেলে লাভবান হবেন জেলার ব্যবসায়ীরা।
হরষিত সিংহ, মালদহ: মালদহের বিখ্যাত মিষ্টিগুলির মধ্যে অন্যতম রসকদম্ব বা রসকদম। প্রাচীন কাল থেকেই এই মিষ্টি তৈরি হয়ে আসছে মালদহে। গৌড়ের ইতিহাসেও উল্লেখ রয়েছে এই মিষ্টান্নের। দেখতে কদম ফুলের মতো এই মিষ্টিও এবার জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স (জিআই) তকমার পথে এগোচ্ছে। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের বিখ্যাত মিষ্টি এই রসকদমের জিআই স্বীকৃতির দাবিতে সরব হয়েছে মালদহ জেলা বণিকসভা ও মিষ্টি ব্যবসায়ী সমিতি।
এই রসকদম নিয়ে কথিত আছে, সুলতান হুসেন শাহের আমলে শ্রীচৈতন্যদেব গৌড়ে এসেছিলেন। গৌড়ের কেলিকদম্ব গাছের তলায় চৈতন্যদেব দীক্ষা দিয়েছিলেন রূপ আর সনাতনকে। সেই কদম্ব গাছের নীচে বসেই রসকদম তৈরি করেছিলেন মিষ্টির কারিগররা। যদিও ঐতিহাসিকরা তা মানতে চান না। তবে বৈষ্ণবদের কাছে এজন্য রসকদম মিষ্টি অমৃতসমান। জেলার ব্যবসায়ী মহলের দাবি, জনপ্রিয়তায় এখনও অনেক এগিয়ে রয়েছে সুলতানি আমলের এই মিষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি মালদহের এই রসকদম পাড়ি দিচ্ছে দেশ থেকে বিদেশে। কদম ফুলের মতো দেখতে এই মিষ্টির ভিতরে থাকে ছোট রসগোল্লা। তার উপরে থাকে ক্ষীরের মোটা প্রলেপ। সারা গায়ে জড়ানো থাকে পোস্ত মাখানো চিনি। যে হারে এই মিষ্টির জনপ্রিয়তা বাড়ছে তাতে জিআই তকমা থাকলে ব্যবসায়ীদের অনেকটাই লাভ হবে। মালদহ ম্যাংগো মার্চেন্টের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, ‘‘সংগঠনের পক্ষ থেকে আমরা দু’ বছর আগে রসকদমের জিআই এর জন্য আবেদন করেছি। আশা করছি শীঘ্রই সম্পন্ন হবে। জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে পরবর্তীতে। জিআই পেলে ঐতিহ্যবাহী জেলার এই মিষ্টির সুনাম আরও বৃদ্ধি হবে লাভবান হবেন ব্যবসায়ীরা।’’
advertisement
আরও পড়ুন : কোন ভিটামিনের অভাবে ঘামে জবজবে হয় শরীর? টেকা দায় হয় দুর্গন্ধে? জানুন ঘেমো গন্ধ থেকে বাঁচতে কী কী খাবেন
ব্যবসায়ীরা খুব সহজেই বিক্রি করতে পারবেন এই মিষ্টি । জিআই তকমা থাকলে জনপ্রিয়তার সঙ্গে খ্যাতি বাড়বে এই মিষ্টির। গত দু’ বছর আগে ব্যবসায়ীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরে রসকদমের জিআই তকমার জন্য আবেদন জানানো হয়েছে। শীঘ্রই রসগোল্লার পর মালদহের রসকদম জিআই তকমা পাবে বলে আশাবাদী জেলার মিষ্টি ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2025 5:18 PM IST