Siliguri: Gautam Deb: তিলে তিলে তিলোত্তমা করতে চাই শিলিগুড়িকে, শপথ নিয়েই ঘোষণা শিলিগুড়ির নতুন মহানাগরিকের

Last Updated:

Siliguri: Gautam Deb: সংখ্যা যাই হোক, বিরোধীদের যোগ্য সম্মান দেওয়া হবে বলে সাফ ঘোষণা শহরের মহানাগরিকের।

শিলিগুড়ি : "শিলিগুড়িকে (Siliguri) তিলে তিলে তিলোত্তমা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্যে সকলের সহযোগিতা প্রয়োজন।" শপথ নিয়ে ঘোষণা শিলিগুড়ির নতুন মেয়র গৌতম দেবের । কলকাতার মতোই উত্তরের অলিখিত রাজধানী শহর শিলিগুড়িকে সাজিয়ে তোলাই যে টার্গেট, তা এদিন স্পষ্ট করেছেন। সেইসঙ্গে শহরের যানজট নিয়ন্ত্রণ, পানীয় জলের সুবন্দোবস্ত, জমিহীনদের জমি তুলে দেওয়া, পার্কিংয়ের স্থায়ী সমাধান ধাপে ধাপে করতে চান বলে জানালেন গৌতম দেব। বিরোধীদের সঙ্গে নিয়েই সমান গুরুত্ব দিয়েই কাজ করা হবে। সংখ্যা যাই হোক, বিরোধীদের যোগ্য সম্মান দেওয়া হবে বলে সাফ ঘোষণা শহরের মহানাগরিকের।
এ দিন শপথের পর বিরোধী কাউন্সিলররাও পুষ্পস্তবক তুলে দেন তাঁর হাতে। চেয়ারম্যান হিসেবে শপথ নেন প্রতুল চক্রবর্তী। এদিন বাঘাযতীন পার্কে পুরসভার সংবর্ধনা সভায় যোগ দেন শিলিগুড়ির প্রথম মেয়র সিপিএমের প্রয়াত বিকাশ ঘোষের স্ত্রী নন্দিতা ঘোষ। যোগ দেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের জ্যাঠতুতো দাদা গৌরীশঙ্কর ভট্টাচার্যও।
"বিকাশ ঘোষের কাছে কোনও রঙের ভেদাভেদ ছিল না। তাই কোনও ছুঁতমার্গ নেই আমাদের কাছেও। গৌতম দেব প্রয়াত বিকাশ ঘোষের অত্যন্ত প্রিয়। ওর সঙ্গে গৌতমের অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। তাই আমন্ত্রণ জানানোই এসছি। ভালো লাগছে," বললেন নন্দিতাদেবী৷ নতুন মেয়রের কাছে তাঁর দাবি, যানজট মুক্ত করা হোক শহরকে।
advertisement
advertisement
আরও পড়ুন : দীর্ঘ চেষ্টায় উদ্ধার কৃষিজমিতে গর্তের ভিতরে আটকে পড়া হস্তিশাবক
"আমি আজ হতাশ। এই মঞ্চে কোনও বিরোধীকে দেখতে পেলাম না। অথচ গৌতম তাঁর বক্তব্যে অশোকের নামই শুধু নেননি। আমার বাবার নামও নিয়েছেন। বিরোধীরা আজ মঞ্চে থেকে পাশে থাকার বার্তা দিতে পারতেন। উন্নয়ন শুধু তৃণমূলের নয়। আজ গৌতম সকলকে পাশে নিয়ে চলার বার্তা দিয়েছেন। এমনটা হলে আগামী ৫ বছরে শহরের ব্যপক উন্নয়ন হবে।" বক্তা অশোকবাবুর দাদার।
advertisement
আরও পড়ুন : অসাধ্যসাধন! ভিন রাজ্যে প্রথম বার পা রেখেই শাড়ি পরে পাহাড়ে উঠলেন পক্বকেশ প্রৌঢ়া
এদিকে এ দিন বাঘাযতীন পার্কের নাগরিক সংবর্ধনা সভায় যোগ দিয়ে শিলিগুড়ির নতুন মেয়র গৌতম দেব শহরের প্রাক্তন জনপ্রতিনিধিদের স্মরণ করেন। প্রয়াত বাম এবং কংগ্রেস প্রতিনিধিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেইসঙ্গে বিজেপি সাংসদদের কথাও বলেন। পাশাপাশি অশোক ভট্টাচার্য, শঙ্কর ঘোষ, রাজু বিস্তার সহযোগিতাও চান শহরকে সাজিয়ে তুলতে। প্রথম দিনেই নিজের বক্তব্যের মধ্য দিয়ে শহরবাসীর মন ছুঁয়ে যান মেয়র।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri: Gautam Deb: তিলে তিলে তিলোত্তমা করতে চাই শিলিগুড়িকে, শপথ নিয়েই ঘোষণা শিলিগুড়ির নতুন মহানাগরিকের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement