Forest Department: নিউজ18 বাংলার খবরের জের, গাছ পাচার রুখতে পদক্ষেপ প্রশাসন ও বনদফতরের
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
ROCKY CHOWDHURY
মরাঘাট : নিউজ18 বাংলা-র খবরের জেরে নড়েচড়ে বসল প্রশাসন ও বনদফতর (Forest Department)। বাড়ানো হল জঙ্গলের নজরদারি, নতুন করে ১৮ জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে মরাঘাট রেঞ্জে। এমনকি জঙ্গলের ভিতর থাকা এবং রাস্তার পাশে থাকা বিভিন্ন অকেজো হয়ে পড়ে থাকা ওয়াচটাওয়ারগুলিকেও (Forest Watchtower) মেরামতি করার কাজ শুরু করেছে বনদফতর। বিভিন্ন জায়গায় লাগানো অকেজো সিসি ক্যামেরা খুলে তা মেরামতি এবং নতুন করে ও সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে।
আরও পড়ুন -দেড় বছর পর ফের শুরু হল শিলিগুড়ি-কাঠমান্ডু বাস পরিষেবা, খুশি পর্যটকরা
এমনকি জঙ্গলে অবাধ প্রবেশের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। জঙ্গলের ভেতরে অথবা জঙ্গলে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করা, ফটো তোলা এমনকি আড্ডা দেওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
গাছ পাচারের খবর সম্প্রচার হতেই তদন্ত শুরু হয়েছে বনদফতরের। সিসিএফ পর্যায়ের আধিকারিককে তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছে বলে বনদফতর সূত্রে খবর। ইতিমধ্যেই মরাঘাট রেঞ্জের জঙ্গলে এসে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন চিফ কনজারভেটর অব ফরেস্ট ৷ কাঠ পাচার হচ্ছে কী করে, কেন আটকানো যাচ্ছে না-এ সব ঘটনার বিবরণ তিনি জানতে চান আধিকারিকদের কাছ থেকে।
advertisement
advertisement
আরও পড়ুন -নদী বা পুকুর ধারে নয়! করোনার কথা মাথায় রেখে ছট পুজো হল একেবারে অভিনব কায়দায়
এদিকে দফতরের তরফে একাধিক পদক্ষেপ নেওয়ায় রীতিমত খুশি পরিবেশপ্রেমীরাও ৷ তাঁরা ধন্যবাদ জানিয়েছেন বনদপ্তর আধিকারিকদের৷ নিউজ18 বাংলাকেও কেউ ধন্যবাদ জানিয়েছেন এই খবর সম্প্রচার করে তুলে ধরার জন্য।
আরও পড়ুন -পুরনো দিনেই ফিরল ভিড়ে ঠাসা মহানন্দা নদীর ঘাট, কোথাও ছট পুজোর জন্য বেছে নেওয়া হল বাড়ির ছাদ
মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল জানান, ‘‘জঙ্গলের সকল নজরমিনারগুলিকে নতুন করে বানানো হচ্ছে, ফরেস্টে ঢোকার গেটগুলো ভেঙে গিয়েছিল, সেগুলি মেরামতি চলছে, ফরেস্টের পাশে অথবা ফরেস্টের ভিতর অবাধ বিচরণ বন্ধ করার জন্য সাইনবোর্ড বানানো হয়েছে ইতিমধ্যে ৷ সেগুলি লাগিয়ে দেওয়া হবে। নজরদারির জন্য অতিরিক্ত কর্মী নিযুক্ত করা হয়েছে।’’
advertisement
পরিবেশপ্রেমিক নফশার আলি বলেন, ‘‘ইতিমধ্যে খবর পেয়েছি বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন এবং কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই বনদফতর এবং নিউজ18 বাংলাকে।’’
(প্রতিবেদন-রকি চৌধুরী)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2021 12:18 AM IST