Alipurduar News: বন্যপ্রাণীর মৃত্যু ঠেকাতে বক্সা ফিডার রোডে বিশেষ নজরদারি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
রাজাভাতখাওয়া থেকে আলিপুরদুয়ারগামী এই রাস্তাটি বক্সা ফিডার রোড নামে পরিচিত। ৩ কিমি দীর্ঘ রাস্তাটির দু'পাশে আছে ঘন জঙ্গল
আলিপুরদুয়ার: ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত গাড়ির বেপরোয়া গতির বলি হয়েছে একের পর এক বন্যপ্রাণী। বক্সা ফিডার রোডে এই ঘটনা সবচেয়ে বেশি। আর তাই এবার বন্যপ্রাণীদের রক্ষা করতে উদ্যোগী হল স্পোর এনজিও এবং বন দফতর।
রাজাভাতখাওয়া থেকে আলিপুরদুয়ারগামী এই রাস্তাটি বক্সা ফিডার রোড নামে পরিচিত। ৩ কিমি দীর্ঘ রাস্তাটির দু’পাশে আছে ঘন জঙ্গল। এমনিতে এই রাস্তায় ২০ কিমি গতিবেগের বেশি স্পিড তোলার কথা নয় যানবাহনের। যদিও ৩০ কিমি গতিবেগ পর্যন্ত ছাড় দেওয়া হয়। এর বেশি গতিবেগ হলেই সমস্যা দেখা দেয়। গাড়ির গতিতে মৃত্যু হয়েছে কেউটে সাপের’ও।
advertisement
advertisement
এবারে বন্যপ্রাণের মৃত্যু ঠেকাতে একত্রিত হয়েছে স্পোর ও বন দফতর। নজর রাখা হবে গাড়ির গতিতে।গাড়ির গতিবেগ বেঁধে দেওয়া হল ৪০ কিমি। বনকর্মীরা থাকবেন টহলে। দ্রুতগতিতে কোনও গাড়ি এলেই সেই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে শুরু হয়েছে নজরদারি।
বক্সা ফিডার রোডের দু’পাশে রয়েছে জঙ্গল ও বনবস্তি। এই জঙ্গলে বসবাস ছোট স্তন্যপায়ী প্রাণী থেকে শুরু করে সরীসৃপ ও বড় স্তন্যপায়ী প্রাণীর।জঙ্গলের রাস্তা পার করার জন্য খুব দ্রুতগতিতে গাড়ি ও বাইক ছোটান চালকেরা। যা বেশিরভাগ সময় প্রাণ কেড়ে নেয় বন্য প্রাণীদের। এই প্রাণীদের রক্ষা করা জরুরি বলে জানিয়েছেন স্পোরের সদস্যরা। অরিন্দম ঘটক নামে এক সদস্য জানিয়েছেন, ছোট হোক আর বড়, বন্যপ্রাণ সংরক্ষণ জরুরি। এইভাবে তারা গতির বলি হলে পরিবেশের ভারসাম্য থাকবে না।তারজন্য বন দফতরের সঙ্গে কথা বলে এই উদ্যোগ আমরা যৌথভাবে নিয়েছি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বনাধিকারিক তপন কুমার মজুমদার জানান, মানুষ ও বন্যপ্রাণের সংঘাত রুখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। যার কারণেই এই কর্মসূচি। গাড়ির চালকদের দাঁড় করিয়ে বোঝানো হচ্ছে বন্যপ্রাণীদের বিষয়ে। রাস্তায় বন্যপ্রাণী দেখলে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর যাওয়ার কথা বলা হচ্ছে সবাইকে। কারণ এই রাস্তাটি বণ্যপ্রাণীরা পারাপারের জন্য ব্যবহার করে।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 9:29 AM IST