Jalpaiguri News: ভাই-বোনের ভিক্ষার সংসারেও নজর! সব হারিয়ে নিঃস্ব পরিবার

Last Updated:

দড়জার তালা ভাঙা। বুঝে যান তাঁর বাড়িতে চুরি হয়েছে। এরপর প্রতিবেশীদের ডাক দেন। তাঁরা এসে দেখেন গোটা ঘর লণ্ডভণ্ড হয়ে আছে

জলপাইগুড়ি: প্রতিদিনের মতো গত সোমবার সকালেও দুই ভাইবোন ভিক্ষে করতে বেরিয়েছিল। সন্ধেতে বাড়ি ফিরে ঘরের তালা খুলতে যান। কিন্তু টিনের গেট হাতড়েই বুঝতে পারেন বাড়ির তালা খোলা! আঁতকে ওঠেন নারায়ণ দেবনাথ। এরপর উঠোন পেরিয়ে ঘরের দড়জা খুলতে দেখেন সেখানেও একই ব্যাপার। দড়জার তালা ভাঙা। বুঝে যান তাঁর বাড়িতে চুরি হয়েছে। এরপর প্রতিবেশীদের ডাক দেন। তাঁরা এসে দেখেন গোটা ঘর লণ্ডভণ্ড হয়ে আছে। যাদের ভিক্ষে করে সংসার চলে তেমন ভাই-বোনের বাড়িতে চুরির ঘটনায় তাজ্জব হয়ে যান সকলে।
প্রতিবেশী শম্ভু পাসোয়ান বলেন, এরা সকালে ভিক্ষে করতে বেরিয়ে গিয়েছিল। ফিরে এসে দেখে তালা ভাঙা, বাক্স ভাঙা। সব চুরি হয়ে গেছে। আমাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। আমরা চাই পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যাবস্থা করুক।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
হতভাগ্য নারায়ণ দেবনাথ বলেন, আমরা দুই-ভাইবোন মিলে ভিক্ষে করে কোনরকমে দিন‌ যাপনকরি। যা আয় করি তার থেকে কিছু কিছু করে জমিয়ে ১০ হাজার টাকা সঞ্চয় করে বাড়িতেই রাখা ছিল। সেই টাকা চুরি হয়ে গেল। পরে টিনের বাক্স খুলে দেখলাম সেখানে রাখা ছিল এক জোড়া খঞ্জনি। সেটাও চুরি হয়ে গেছে। এই বিষয়ে ডিএসপি (হেডকোয়ার্টার) সমীর পাল জানান, ঘটনার তদন্ত হবে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ভাই-বোনের ভিক্ষার সংসারেও নজর! সব হারিয়ে নিঃস্ব পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement