Malda News: কীভাবে প্রতিরোধ করা যায় এইডস! লোকগানই প্রচারের হাতিয়ার স্বাস্থ্য দফতরের
- Reported by:HARASHIT SINGHA
- hyperlocal
Last Updated:
একমাস ধরে স্বাস্থ্য দফতরের উদ্যোগে চলবে এই শিবির। জেলার বিভিন্ন গ্রামীণ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রগুলিতে করা হবে শিবির
মালদহ: এইডস নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানান ধারণা রয়েছে। অনেকেই রক্তের নমুনা পরীক্ষা করাতে আগ্রহী নয়। আবার কেউ এইচআইভি পজেটিভ হলে ভেঙে পড়েন। সাধারণ মানুষের জন্য এইচআইভি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে যে একাধিক উদ্যোগ পরিকল্পনা নেওয়া হয়েছে।
সেই সমস্ত বিষয়গুলো নিয়েও সাধারণ মানুষের মধ্যে তেমন কোন ধারনা নেই। প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষের মধ্যে এইচআইভি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সচেতনতা বৃদ্ধি করতে এবার লোকগানকে হাতিয়ার করল স্বাস্থ্য দফতর। বিভিন্ন এলাকায় প্রচলিত রয়েছে নানান লোকগান। সেই লোকগানের মাধ্যমেই প্রচার শুরু হয়েছে।
advertisement
advertisement
মালদহ জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে, গম্ভীরা ও মনসা গানের মাধ্যমে এইচ আই ভি সংক্রান্ত বিষয়ে সচেতনতা শিবির করা হচ্ছে। বুধবার থেকে শুরু হয়েছে এই শিবির গুলি।
আইসিটিসি কাউন্সিলর রাজীব কুমার দাস বলেন, আমাদের মূল লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। তাই বিভিন্ন লোককানের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এইচআইভি ও এইডস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা হচ্ছে। জেলা জুড়ে একমাস ধরে চলবে এই শিবির।
advertisement
মালদহের গাজোল গ্রামীণ হাসপাতালে গম্ভীরা এবং মনসা গানের মাধ্যমে এইডস প্রতিরোধ নিয়ে সচেতনতা শিবির করা হয়। শিল্পীরা অভিনয়ের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে এইচআইভি সংক্রান্ত বিষয়ে সচেতন করেন। জেলার বিভিন্ন গ্রামীন হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র-সহ বিভিন্ন জনবহুল এলাকায় এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান গুলি করা হচ্ছে।কিভাবে এইচআইভি বা এইডস রোগ ছড়ায়।
কী কী সাবধানতা অবলম্বন করতে হবে? চিকিৎসা পরিষেবা কি রয়েছে? এইচআইভি পজিটিভ রোগীর থেকে যে এই রোগ ছড়ায় না, সমস্ত বিষয়গুলি নিয়েই শিবির গুলি করা হচ্ছে। মূল লক্ষ্য সাধারণ মানুষকে এইচআইভি সংক্রান্ত বিষয়ে সচেতন করে তোলা।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2023 9:57 PM IST