Malda News: একটি বেগুনের ওজন দু'কেজি! কোথায় পাবেন বিখ্যাত এই বেগুন? জানুন
- Reported by:HARASHIT SINGHA
- hyperlocal
Last Updated:
প্রাচীন কাল থেকেই মালদহে এই বেগুনের চাষ হচ্ছে। জেলার নির্দিষ্ট কিছু জায়গায় এই বেগুন চাষ হয়। ক্রমশ এই বেগুনের চাহিদা বাড়ছে
মালদহ: দেখতে অনেকটা বোতলের মত। একটি বেগুনের ওজন সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত। এত বড় বেগুন দেখেছেন? গল্প নয়, সত্যি মালদহে চাষ হয় সর্বোচ্চ ওজনের এই বেগুন। ৮০০ গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত এক একটি বেগুনের ওজন হয়।
তবে মালদহের সর্বত্র পাবেন না এই বেগুন। কোথায় পাওয়া যায় এই বিশাল বেগুন জানেন, পুখুরিয়ার রাজাপুরে মূলত চাষ হয় এই বেগুন। এছাড়াও ওই গ্রামের পার্শ্ববর্তী পুরাতন মালদহের মহিষবাথানী , গাজোল ব্লকের পান্ডুয়া এলাকায় কিছু পরিমাণ জমিতে চাষ হয়। এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন।
এই প্রজাতির বেগুন আর অন্য কোথাও চাষ হয় না। এই এলাকার কৃষকেরাই চাষ করেন। কৃষক লাল মহম্মদ বলেন, আমাদের এখানেই এই বেগুন চাষ হয়। অন্য কোথাও আর চাষ হয় না। আমরা বীজ সংরক্ষণ করে রাখি। পরের বছর আবার সেই বিচারই চারা তৈরি করি।
advertisement
advertisement
প্রতিবছর কৃষকেরা বেগুনের বীজ সংরক্ষণ করে রাখেন। পরবর্তীতে সেই বীজ বপন করেন কৃষকেরা নিজেই। এই প্রজাতির বেগুনের বীজ কোথাও কিনতেও পাওয়া যায় না। প্রাচীন কাল থেকেই এই বেগুনের চাষ হয়ে আসছে মালদহে এমনটাই দাবি কৃষকদের।
advertisement
একসময় মহান মহানন্দা নদীর তীরে নবাবগঞ্জে বিশাল হাট বসত। কৃষকেরা ওই হাটেই এই বিশাল বেগুন বিক্রি করতেন। হাটের নাম অনুসারেই এই বেগুনের খ্যাতি। তাই এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন। এখনো এই নামেই পরিচিতি বিশাল এই বেগুনের।বর্তমানে বিশাল আকারের এই বেগুনের দাম ১০০ টাকা কেজি।
মালদহ শহরের বাজারে পাওয়া যায়। একটি বেগুনের ওজন অনেক আবার দামও বেশি তাই সাধারণ মানুষের সাধ্যের বাইরে এখন এই বেগুন। মালদহের বিশিষ্ট ব্যবসায়ী তথা রফতানিকারক উজ্জ্বল সাহা বলেন, এই বেগুনের চাহিদা ক্রমশ রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে। আমরা এই বেগুন বিভিন্নভাবে পাঠানোর ব্যবস্থা করছি। মালদহের বিখ্যাত এই বেগুন বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে আমাদের।
advertisement
মালদহ জেলায় উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার তিনটি ব্লকের বেশ কিছু গ্রাম মিলিয়ে প্রায় ২০০ বিঘা জমিতে এই বেগুন বর্তমানে চাষ হচ্ছে। ধীরে ধীরে এই বেগুনের ওজন অনেকটাই কম হচ্ছে। কারণ গতানুগতিক চাষের ফলে। ৮০০ গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত হয় একটি বেগুনের ওজন।
এই বেগুন গুলিতে বীজ থাকে প্রায় ৫০ গ্রাম। অন্য কোথাও এই বেগুন চাষ না হওয়ার কারণ, মাটির উর্বরতা আবহাওয়া। মূলত শীতকালেই পাওয়া যায় এই বেগুন। মালদহ জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লাইক বলেন, মালদহের বিখ্যাত ফসল গুলির মধ্যে নবাবগঞ্জের বেগুন অন্যতম।
advertisement
জেলার নির্দিষ্ট কিছু জায়গায় এই বেগুন চাষ হয়। ৮০০ গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত একটি বেগুনের ওজন হয়। চাহিদাও বাজারে ভাল রয়েছে এই বেগুনের। প্রতিবছর মালদহ থেকে নবাবগঞ্জের বেগুন রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। অন্যান্য বেগুনের থেকে স্বাদ একেবারেই আলাদা। তাই মানুষ আগ্রহ দেখান এই বেগুনের প্রতি।
হরষিত সিংহ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2023 8:57 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Malda News: একটি বেগুনের ওজন দু'কেজি! কোথায় পাবেন বিখ্যাত এই বেগুন? জানুন