Jalpaiguri News: নদীতে ঝাঁকে ঝাঁকে হামলে পড়ছে ওটা কী? হইচই নদী এলাকা জুরে
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: তবে করলা নদী এখনও বিশুদ্ধ ও মাছ ধরার জন্য নিরাপদ, জেলেদের জন্য স্বস্তির বিষয় অবশ্যই। সারাদিনের পরিশ্রম শেষে তারা এসব মাছ স্থানীয় বাজারে বিক্রি করেন
জলপাইগুড়ি: করলা নদীতে হরেকরকম মাছেদের দেখা মেলে। খুশির জোয়ার জলপাইগুড়ির মাছ চাষীদের। সম্প্রতি উত্তরবঙ্গের টেমস অর্থাৎ করলা নদীর স্বচ্ছ জলে পুটি, মৃগেল, বোয়াল, রুই ও নাদিয়ালি মাছের ঝাঁকের দেখা মিলছে। আর এতেই মুখে হাসি মাছ চাষীদের। কিছুদিন আগেই তিস্তা নদীতে বিষাক্ত পদার্থ মিশে মাছের মৃত্যু ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে করলা নদী এখনও বিশুদ্ধ ও মাছ ধরার জন্য নিরাপদ, জেলেদের জন্য স্বস্তির বিষয় অবশ্যই। সারাদিনের পরিশ্রম শেষে তারা এসব মাছ স্থানীয় বাজারে বিক্রি করেন, শহরের ক্রেতারা মুখিয়ে থাকেন করলার তাজা মাছ কেনার জন্য। এ নদীর সঙ্গে জেলেদের জীবন ওতপ্রোতভাবে জড়িত। তবে করলা নদীর তীরবর্তী একদল মানুষের জীবিকা ও সংগ্রামের গল্প একদিকে কঠিন, অন্যদিকে অনুপ্রেরণাদায়ক বটে!
advertisement
advertisement
এই করলাই অনেকের জীবনের একমাত্র অবলম্বন—আশ্রয়, উপার্জন ও জীবিকা। এখান থেকেই তারা জীবিকা নির্বাহ করেন, সংসার চালান এবং ভবিষ্যতের স্বপ্ন বুনে যান। করলা নদী শুধু একটি জলধারা নয়, এটি তাদের আশা, পরিশ্রম ও টিকে থাকার একমাত্র মাধ্যম। তবে এই নদী রক্ষায় স্থানীয় প্রশাসন ও পরিবেশবিদদের এগিয়ে আসা জরুরি, যাতে ভবিষ্যতেও এটি মানুষের জীবিকার উৎস হয়ে থাকে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2025 9:05 PM IST
