সবুজ শসা তো অনেক খেলেন...! ধবধবে 'সাদা' এই শসা ফলছে এখন, কেমন স্বাদ? খেলেই আবার চাইবেন!

Last Updated:

মালদহে প্রথম চাষ করছেন ভাস্কর রাজবংশী, সাদা রঙের এই শসার বাজারে চাহিদা ভাল!

+
সাদা

সাদা শসা

মালদহ: ধবধবে সাদা রঙের।‌ খোসা খুব পাতলা। এমন সাদা রঙের শসা সাধারণত দেখা যায় না। এবার মালদহে চাষ শুরু হয়েছে সাদা শসা। সাধারণ শসার মত খেতে, আকারেও এক। শুধু মাত্র রঙের তফাৎ। সাধারণ শসা সবুজ রঙের হয়। কিন্তু এই প্রজাতির শসা দেখতে সাদা।  একেবারেই সাদা রঙের এই শসা সাধারণত গুজরাটে চাষ হয়। এতদিন মালদহে চাষ হয়নি।
advertisement
এই প্রথম পুরাতন মালদহের কৃষক ভাস্কর রাজবংশী সাদা শসা চাষ করছেন। এই বছর শীতের মরশুমে পরীক্ষামূলক ভাবে চাষ করেছেন। মালদহের মাটিতে এই প্রজাতির শসার ফলন ভাল হচ্ছে। ইতিমধ্যে তিনি বাজারে বিক্রি শুরু করেছেন। ভাস্কর রাজবংশী বলেন, সাধারণত এই শসা গুজরাটে চাষ হয়। এই প্রথম মালদহে আমি চাষ শুরু করেছি। বাজারে ভাল চাহিদা আছে।
advertisement
সাদা রঙের হওয়ায় খোসা না ছাড়িয়েও খাওয়া সম্ভব এই শসা। তাই সাধারণ ক্রেতাদের মধ্যে চাহিদাও রয়েছে। এমনকি এই শসা একটু বেশি মিঠা। মূলত রংয়ের জন্যই এই শসার চাহিদা বাজারে। সাধারণ শসা সবুজ হওয়ায় অনেক সময় ক্রেতাদের মধ্যে চাহিদা থাকে না কিন্তু এই সাদা রঙের শসা দেখতে সুন্দর তাই অনেকেই এই শসা আগ্রহ করে কিনছেন। সাধারণ শসার থেকে বাজারে এই শসার দাম একটু বেশি। মালদহ জেলাতেও গুজরাটের এই প্রজাতির শসা ব্যাপক হারে চাষের সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষক ভাস্কর রাজবংশী। সাধারণ শসার মতোই এই শসা চাষের পদ্ধতি। কোন ফারাক নেই। তাই সহজেই যে কোন কৃষক এই শসা চাষ করতে পারবেন। জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, সব ভাবে সাদা রঙের এই শসা। মালদহে কিছু কৃষক চাষ করছেন। সাধারণ শসার মতোই এই শসা খাওয়া যায়।
advertisement
আরও পড়ুন- ব্যাঙ্কে টাকা তুলতে এলেন মহিলা, ‘চেক’ এগিয়ে ধরতেই…ভয়ঙ্কর! এটা কী লেখা? ঘাম ছুটল ক্যাশিয়ারের
যে কোন মরশুমেই চাষ করা যাবে। পর্যাপ্ত পরিবারে জল সেচের ব্যবস্থা ও সঠিক সময়ে কীটনাশক সার প্রয়োগ করতে পারলেই এই শসা চাষ করা যাবে। সাধারণ শসার থেকে এই শসার ফলন বেশি। তাই এই শসা চাষ করতে পারলে লাভবান হবেন কৃষকেরা।
advertisement
হরষিত সিংহ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সবুজ শসা তো অনেক খেলেন...! ধবধবে 'সাদা' এই শসা ফলছে এখন, কেমন স্বাদ? খেলেই আবার চাইবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement