মৃত্যুর ঠিক আগেই 'মলত্যাগ' করে মানুষ, কেন জানেন...? চমকপ্রদ 'সত্যিটা' জানলে মাথা ঘুরে যাবে!
- Published by:Tias Banerjee
Last Updated:
Pooping: মৃত্যু নিয়ে রহস্যের অন্ত নেই। প্রতিনিয়ত চলছে বৈজ্ঞানিক গবেষণা। একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রবণতা নিশ্চয়ই সকলেই লক্ষ করেছেন, যে মৃত্যুর ঠিক আগেই মানুষ মল-মূত্র ত্যাগ করে। কেন এমন হয় তা কি জানেন?
advertisement
মৃত্যুর পরে কী ঘটে, তা এখনও এক গভীর রহস্য। বহু বছর ধরে মানবজাতি এর উত্তর খুঁজছে। এটি এমন একটি প্রশ্ন যা সবাইকে কৌতূহলী করে তোলে, এবং এর ব্যাখ্যা খুঁজতে আধ্যাত্মিকভাবে বহু প্রচেষ্টা চালানো হয়েছে। তবে, হিন্দু পুরাণগুলির মধ্যে একটি, 'গরুড় পুরাণ', এতে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে তার আগে বিজ্ঞানসম্মত কারণগুলি জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এবার আসা যাক আধ্যাত্মিক ব্যাখ্যায়। গরুড় পুরাণে বলা হয়েছে, এই শেষ মুহূর্তে এক প্রবল আতঙ্ক সৃষ্টি হয়। বিশেষ করে, গরুড় পুরাণে লেখা আছে যে **যমলোক থেকে দুই দূত আত্মাকে নিতে আসে। তখন ব্যক্তির মধ্যে আরও বেশি আতঙ্ক সৃষ্টি হয়। বলা হয়েছে যে যমদূতেরা দেখতে অত্যন্ত ভয়ঙ্কর—তাদের বড় বড় চোখ এবং ধারালো নখ থাকে।
advertisement
advertisement
গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর সময় শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে। মৃত্যুর কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে মানুষ এক ধরনের গভীর অচেতন অবস্থায় চলে যায়। তার শারীরিক সংবেদনশীলতা ধীরে ধীরে লোপ পেতে থাকে। ফলে তিনি কথা বলতে পারেন না, এমনকি শরীরের কোনও অঙ্গ নড়াতেও সক্ষম হন না। এইভাবেই গরুড় পুরাণ মৃত্যু, পুনর্জন্ম, কর্মফল এবং আত্মার মুক্তি সম্পর্কে এক বিস্তারিত ব্যাখ্যা প্রদান করে।
advertisement