মালদহে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি! স্টেশন এলাকা থেকে গ্রেফতার দুই যুবক... এলাকায় তুমুল আতঙ্ক

Last Updated:

এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায়, কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: মালদহে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশি তৎপরতায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ঘটনাটি মালদহের রতুয়া থানার সামশি ফাঁড়ি এলাকার। রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রধানমন্ত্রীর জেলা সফরের আগে এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায়, কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম উত্তম রায়(২৬)। তিনি মালদহ শহরের ঝলঝলিয়া এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে দুইটি পাইপগান ও পাঁচ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, সামশি রেল স্টেশনের দিক থেকে একটি ব্যাগে করে এই যুবক বৃহস্পতিবার গভীর রাতে হেঁটে যাচ্ছিলেন। সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি।
advertisement
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের অনুমান, ভিন রাজ্য থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসে জেলায় ছড়িয়ে দেওয়ার ছক ছিল। ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
advertisement
সম্প্রতি আগ্নেয়াস্ত্র পাচার করার আগেই পাচারকারীকে গ্রেফতার করা হয় মুর্শিদাবাদে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলেছে সাফল্য। ধৃতের নাম সাবির হোসেন। বাড়ি বহড়ান এলাকায়। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র দেখে তাজ্জব বনে যায় খোদ পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে হরিহরপাড়ার সদানন্দপুর এলাকায় এক যুবক ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। বিষয়টি নজরে আসতেই হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে হানা দেয়। সন্দেহভাজন ওই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে একটি পিস্তল ও দু’রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মালদহে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি! স্টেশন এলাকা থেকে গ্রেফতার দুই যুবক... এলাকায় তুমুল আতঙ্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
  • আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া

  • কবে থেকে রাজ্যে কমবে শীত?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement