Fire in West Bengal: মোমবাতি নিয়ে খেলা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! খড়িবাড়িতে মুহূর্তে পুড়ে শেষ আস্ত বাড়ি

Last Updated:

Fire in West Bengal: আগুনের জেরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলেও তেমন বড় কোনও ক্ষতি হয়নি।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
বিশ্বজিমিশ্র, খড়িবাড়ি: মোমবাতি নিয়ে খেলাই কাল! মোমবাতি আগুন থেকে পুরো ঘর পুড়ে ছাই! ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা খড়িবাড়ির পানিট্যাঙ্কিতেসোমবার সন্ধ্যায় ঘরের শিশুরা মোমবাতি নিয়ে খেলা করতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়তেই আতঙ্ক সৃষ্টি হয়
advertisement
আগুনের জেরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলেও তেমন বড় কোন ক্ষতি হয়নি। পরে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। পরে নকশালবাড়ির দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এস‌এসবিরজ‌ওয়ানরাও।
advertisement
advertisement
আগুনের জেরে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত জিনিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বাড়ির মালিক নেপালে ফল বিক্রেতা হিসেবে কাজ করেন। বাড়িতে শিশু ও মহিলারা ছিলেন। যদিও ঘটনায় কোন হতাহতের খবর নেই।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fire in West Bengal: মোমবাতি নিয়ে খেলা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! খড়িবাড়িতে মুহূর্তে পুড়ে শেষ আস্ত বাড়ি
Next Article
advertisement
Sweet Potol: হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
  • শীতের মৌসুমে চটপটে স্বাদ নিতে অভিনব ওই মুখরোচক পটল কিনতে ভিড় করেছেন শহরবাসী

  • তবে এই পটল আদতেই কিন্তু সেই পটল নয়।

  • এটি হল বিশেষ এক প্রকারের বিস্কুট।

VIEW MORE
advertisement
advertisement