হার্ডওয়ারের দোকানে ভয়ঙ্কর আগুন! মুহূর্তে ছারখার, ঘটনাস্থলে সেনাবাহিনী-সহ দমকলের ৪টি ইঞ্জিন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
বাগডোগরার পানিঘাটা রোডে এক হার্ডওয়ারের দোকানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! নকশালবাড়ি, মাটিগাড়া ও শিলিগুড়ি থেকে তিনটি দমকল ইঞ্জিন এবং সেনাবাহিনীর দমকল ইঞ্জিন আগুন নেভাতে আসে।
বিশ্বজিৎ মিশ্র, বাগডোগরা: বাগডোগরার পানিঘাটা রোডে সোমবার রাতে ঘটে গেল এক ভয়ঙ্কর অগ্নিকান্ড। আগুন লাগে একটি হার্ডওয়ারের দোকানে। দোকানটি বন্ধ ছিল। হঠাৎই দোকানের শাটারের ফাঁক দিয়ে গলগলে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বাড়িগুলিতে। স্থানীয়রা ছুটে আসেন। খবর যায় দমকল দফতরে।
মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে গোটা দোকান আগুনে ভস্মীভূত হতে শুরু করে। দোকানের ভিতর থাকা পেইন্ট, থিনার, কেমিক্যাল ও অন্যান্য দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা কয়েক গুণ বেড়ে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে দোকান, তার আঁচ লাগে পাশের দোকানগুলিতেও।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি, মাটিগাড়া এবং শিলিগুড়ি থেকে তিনটি দমকলের ইঞ্জিন। পরে সেনাবাহিনীর পক্ষ থেকেও একটি ইঞ্জিন আসে আগুন নেভাতে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা যায়, তবে তখনও ভিতরের অংশ জ্বলছিল।
advertisement
ক্ষতিগ্রস্ত দোকানমালিকের দাবি, লক্ষাধিক টাকার সামগ্রী ভস্মীভূত হয়েছে। আগুন নেভানোর সময় রাস্তা ঘিরে বিশাল ভিড় জমে যায়। পুলিশের পক্ষ থেকে এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
advertisement
স্থানীয়দের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিট থেকেই এই অগ্নিকান্ড। তবে দমকল আধিকারিকরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন। এই ঘটনায় বাগডোগরা অঞ্চলে নিরাপত্তা ও আগুন প্রতিরোধ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। দোকানগুলিতে অগ্নিনির্বাপক যন্ত্র ছিল না বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
দোকানমালিক ও স্থানীয়দের দাবি, এলাকার সমস্ত দোকানে যেন অগ্নিনির্বাপক ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়। নাহলে ভবিষ্যতে আরও বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 15, 2025 10:25 PM IST