হার্ডওয়ারের দোকানে ভয়ঙ্কর আগুন! মুহূর্তে ছারখার, ঘটনাস্থলে সেনাবাহিনী-সহ দমকলের ৪টি ইঞ্জিন

Last Updated:

বাগডোগরার পানিঘাটা রোডে এক হার্ডওয়ারের দোকানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! নকশালবাড়ি, মাটিগাড়া ও শিলিগুড়ি থেকে তিনটি দমকল ইঞ্জিন এবং সেনাবাহিনীর দমকল ইঞ্জিন আগুন নেভাতে আসে।

হার্ডওয়ারের দোকানে ভয়ঙ্কর আগুন! মুহূর্তে ছারখার, ঘটনাস্থলে সেনাবাহিনী-সহ ৪টি ইঞ্জিন (Representative Image: AI)
হার্ডওয়ারের দোকানে ভয়ঙ্কর আগুন! মুহূর্তে ছারখার, ঘটনাস্থলে সেনাবাহিনী-সহ ৪টি ইঞ্জিন (Representative Image: AI)
বিশ্বজিৎ মিশ্র, বাগডোগরা: বাগডোগরার পানিঘাটা রোডে সোমবার রাতে ঘটে গেল এক ভয়ঙ্কর অগ্নিকান্ড। আগুন লাগে একটি হার্ডওয়ারের দোকানে। দোকানটি বন্ধ ছিল। হঠাৎই দোকানের শাটারের ফাঁক দিয়ে গলগলে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বাড়িগুলিতে। স্থানীয়রা ছুটে আসেন। খবর যায় দমকল দফতরে।
মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে গোটা দোকান আগুনে ভস্মীভূত হতে শুরু করে। দোকানের ভিতর থাকা পেইন্ট, থিনার, কেমিক্যাল ও অন্যান্য দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা কয়েক গুণ বেড়ে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে দোকান, তার আঁচ লাগে পাশের দোকানগুলিতেও।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি, মাটিগাড়া এবং শিলিগুড়ি থেকে তিনটি দমকলের ইঞ্জিন। পরে সেনাবাহিনীর পক্ষ থেকেও একটি ইঞ্জিন আসে আগুন নেভাতে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা যায়, তবে তখনও ভিতরের অংশ জ্বলছিল।
advertisement
ক্ষতিগ্রস্ত দোকানমালিকের দাবি, লক্ষাধিক টাকার সামগ্রী ভস্মীভূত হয়েছে। আগুন নেভানোর সময় রাস্তা ঘিরে বিশাল ভিড় জমে যায়। পুলিশের পক্ষ থেকে এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
advertisement
স্থানীয়দের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিট থেকেই এই অগ্নিকান্ড। তবে দমকল আধিকারিকরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন। এই ঘটনায় বাগডোগরা অঞ্চলে নিরাপত্তা ও আগুন প্রতিরোধ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। দোকানগুলিতে অগ্নিনির্বাপক যন্ত্র ছিল না বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
দোকানমালিক ও স্থানীয়দের দাবি, এলাকার সমস্ত দোকানে যেন অগ্নিনির্বাপক ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়। নাহলে ভবিষ্যতে আরও বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
হার্ডওয়ারের দোকানে ভয়ঙ্কর আগুন! মুহূর্তে ছারখার, ঘটনাস্থলে সেনাবাহিনী-সহ দমকলের ৪টি ইঞ্জিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement