২ বছর বিনা টিকিটেই ট্রেনে যাতায়াত যুবকের, TT কখনও টিকিট চায়নি! শেষে GRP এমন কিছু দেখল...ফাঁস হল আশ্চর্য 'খেলা'!

Last Updated:
Train Ticket: নিজেকে ‘লোকো পাইলট’ সাজিয়ে দুই বছর ধরে ট্রেনে ফ্রি সফর! রেলের পোশাক, গলায় স্টিকার—পুরো প্ল্যান করে আসানসোলের যুবক যা করলেন, তা অবাক করে দেবে আপনাকেও!
1/7
প্রতিদিন নিয়ম করে ট্রেনে ওঠেন এক যুবক। কারও কাছে টিকিট চাওয়া হয়নি কখনও, টিটি পর্যন্ত তাঁর পাশে দাঁড়ালে সম্মানের ভঙ্গিতেই মাথা ঝুঁকিয়ে সরে গিয়েছেন। সহযাত্রীরা ভাবতেন, নিশ্চয়ই রেলের বড় কোনও অফিসার হবেন! কিন্তু বাস্তব ছিল একেবারে আলাদা।
প্রতিদিন নিয়ম করে ট্রেনে ওঠেন এক যুবক। কারও কাছে টিকিট চাওয়া হয়নি কখনও, টিটি পর্যন্ত তাঁর পাশে দাঁড়ালে সম্মানের ভঙ্গিতেই মাথা ঝুঁকিয়ে সরে গিয়েছেন। সহযাত্রীরা ভাবতেন, নিশ্চয়ই রেলের বড় কোনও অফিসার হবেন! কিন্তু বাস্তব ছিল একেবারে আলাদা। (Representative Image: AI)
advertisement
2/7
বিনা টিকিটে ট্রেনযাত্রা করছিলেন সেই যুবক। শুধু তা-ই নয়, নিজেকে রেলের লোকো পাইলট বলেও পরিচয় দিতেন তিনি। এইভাবে পুরো দুই বছর ধরে ট্রেনে ঘুরে বেড়িয়েছেন বিনা খরচে।
বিনা টিকিটে ট্রেনযাত্রা করছিলেন সেই যুবক। শুধু তা-ই নয়, নিজেকে রেলের লোকো পাইলট বলেও পরিচয় দিতেন তিনি। এইভাবে পুরো দুই বছর ধরে ট্রেনে ঘুরে বেরিয়েছেন বিনা খরচে। (Representative Image: AI)
advertisement
3/7
রবিবার ভাগলপুর স্টেশনে কাভিগুরু এক্সপ্রেস (১৩০১৬ নম্বর) ধরেছিলেন বিকাশ। সেই সময়ই রেল পুলিশের সন্দেহ হয়। ট্রেনের আসল লোকো পাইলট মহম্মদ গায়াসউদ্দিন আরপিএফকে জানান, এসএলআর বগিতে বসে থাকা এক যুবক নিজেকে লোকো পাইলট বলে দাবি করছেন। এরপর আরপিএফের সহকারী সাব-ইনস্পেক্টর সঞ্জীব কুমার তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
ভাগলপুর স্টেশনে কবিগুরু এক্সপ্রেস (১৩০১৬ নম্বর) ধরেছিলেন সেই যুবক। সেই সময়ই রেল পুলিশের সন্দেহ হয়। ট্রেনের আসল লোকো পাইলট মহম্মদ গায়াসউদ্দিন আরপিএফকে জানান, এসএলআর বগিতে বসে থাকা এক যুবক নিজেকে লোকো পাইলট বলে দাবি করছেন। এরপর আরপিএফের সহকারী সাব-ইনস্পেক্টর সঞ্জীব কুমার তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। (Representative Image: AI)
advertisement
4/7
তল্লাশি করে দেখা যায়, বিকাশের গলায় ঝুলছে একটি নকল ‘ভারতীয় রেল’ লেখা রিবন। রেলকর্মীদের মতো জামাও পরে রয়েছেন তিনি। পরে জেরায় স্বীকার করেন, মাত্র ৩০ টাকা দিয়ে ওই রেল রিবন কিনেছিলেন তিনি। ওই রিবন আর জামা পরে নিজেকে রেলের লোকো পাইলট বলে চালিয়ে দিতেন। ফলে টিটিই বা আরপিএফ কেউই তাঁকে টিকিট চাইতেন না।
তল্লাশি করে দেখা যায়, যুবকের গলায় ঝুলছে একটি নকল ‘ভারতীয় রেল’ লেখা রিবন। রেলকর্মীদের মতো জামাও পরে রয়েছেন তিনি। পরে জেরায় স্বীকার করেন, মাত্র ৩০ টাকা দিয়ে ওই রেল রিবন কিনেছিলেন তিনি। ওই রিবন আর জামা পরে নিজেকে রেলের লোকো পাইলট বলে চালিয়ে দিতেন। ফলে টিটিই বা আরপিএফ কেউই তাঁকে টিকিট চাইতেন না। (Representative Image: AI)
advertisement
5/7
নাম ভাঁড়িয়ে দুই বছর ধরে বিনা টিকিটে ট্রেনে ঘুরতেন যুবক! অবশেষে আরপিএফের জালে ধরা পড়তেই ফাঁস হল আসল কাণ্ড। বিহারের ভাগলপুর স্টেশনে ধরা পড়লেন তিনি। অভিযুক্ত যুবকের নাম বিকাশ কুমার, বাড়ি ঝাড়খণ্ডের জামুইয়ে। তিনি ধানবাদ আইটিআই কলেজের ছাত্র।
নাম ভাঁড়িয়ে দুই বছর ধরে বিনা টিকিটে ট্রেনে ঘুরতেন যুবক! অবশেষে আরপিএফের জালে ধরা পড়তেই ফাঁস হল আসল কাণ্ড। বিহারের ভাগলপুর স্টেশনে ধরা পড়লেন তিনি। অভিযুক্ত যুবকের নাম বিকাশ কুমার, বাড়ি ঝাড়খণ্ডের জামুইয়ে। তিনি ধানবাদ আইটিআই কলেজের ছাত্র। (Representative Image: AI)
advertisement
6/7
বিকাশ জানান, তাঁর শ্যালক ও দাদা রেল বিভাগে কর্মরত এবং বর্তমানে তারা আরা আরপিএফ-এ পোস্টেড। সেই সূত্রে রেল সংক্রান্ত নানা তথ্য তিনি জানতেন। ধানবাদ-আসানসোল রুটে নিয়মিত যাতায়াত করতেন তিনি। শনিবার ভাগলপুরের জিরো মাইলে তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পরদিন সকালে কাভিগুরু এক্সপ্রেসে করে ফিরছিলেন আসানসোলে।
বিকাশ জানান, তাঁর শ্যালক ও দাদা রেল বিভাগে কর্মরত এবং বর্তমানে তারা আরা আরপিএফ-এ পোস্টেড। সেই সূত্রে রেল সংক্রান্ত নানা তথ্য তিনি জানতেন। ধানবাদ-আসানসোল রুটে নিয়মিত যাতায়াত করতেন তিনি। শনিবার ভাগলপুরের জিরো মাইলে তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পরদিন সকালে কবিগুরু এক্সপ্রেসে করে ফিরছিলেন আসানসোলে। (Representative Image: AI)
advertisement
7/7
সঞ্জীব কুমার জানান, অভিযুক্ত বিকাশকে গ্রেফতার করে জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
সঞ্জীব কুমার জানান, অভিযুক্ত বিকাশকে গ্রেফতার করে জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement