Darjeeling News: অবশেষে দার্জিলিংয়ের বাজারে মিলল কমলালেবুর দেখা! আনন্দে আত্মহারা পর্যটকরা

Last Updated:

Darjeeling Orange news: শীত আসতেই শৈলশহর দার্জিলিং জুড়ে পর্যটকদের ভিড়। শীতের মরশুমে শৈল শহরে ঠান্ডা শীতল আবহাওয়ায়, কখনও মেঘের ফাঁকে উকি দিচ্ছে বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা। আবার শহরের মাঝেই রাস্তা দিয়ে কু ঝিকঝিক শব্দে ছুটে চলেছে টয়ট্রেন।

+
দার্জিলিং

দার্জিলিং চৌরাস্তা

দার্জিলিং: শীত আসতেই শৈলশহর দার্জিলিং জুড়ে পর্যটকদের ভিড়। শীতের মরশুমে শৈল শহরে ঠান্ডা শীতল আবহাওয়ায়, কখনও মেঘের ফাঁকে উকি দিচ্ছে বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা। আবার শহরের মাঝেই রাস্তা দিয়ে কু ঝিকঝিক শব্দে ছুটে চলেছে টয়ট্রেন।
সব কিছুর মাঝেও শীতের মরশুমে পর্যটকদের নজর কাড়ে দার্জিলিংয়ের কমলালেবু। শীতের মরশুমে কমলালেবুর গাছ দেখতে পর্যটকদের ভিড় জমে দার্জিলিংয়ের সিটং থেকে শুরু করে বিজনবাড়িতে। দুচোখ ভরে কমলালেবু ভর্তি গাছ দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরও বেশি সুন্দর।
advertisement
advertisement
চলতি বছরে আগেভাগে শীত আসলেও দেখা মেলেনি দার্জিলিংয়ের কমলালেবুর। বাজারজুড়ে আসল নকল কমলালেবুর জল্পনা কাটিয়ে অবশেষে দার্জিলিং পাহাড় জুড়ে দেখা মিলল সকলের দার্জিলিংয়ের কমলালেবুর। দার্জিলিংয়ের চকবাজার থেকে শুরু করে দার্জিলিংয়ের মল রোডে ঝুড়িঝুড়ি কমলা নিয়ে বসে রয়েছে স্থানীয় কমলা বিক্রেতারা।
advertisement
শৈল শহর দার্জিলিংয়ে ঘুরতে এসে সবারই নজর সেই কমলালেবুর দিকে। দার্জিলিং পাহাড়ের কোলে উৎপাদিত খেতে মিষ্টি স্বাদের গুণে ভরপুর এই কমলালেবু পর্যটকদের দারুণ পছন্দের। পাহাড়ি বাজারে দেদারে বিক্রিও হচ্ছে এই কমলালেবু। এই প্রসঙ্গে সেখানকার স্থানীয় এক কমলা বিক্রেতা সুখমিত রাই বলেন, “এই কমলালেবু খেতে সকলেই খুব পছন্দ করে এবং এখানে ঘুরতে আসা সকল পর্যটক কিনেও নিয়ে যাচ্ছে। দার্জিলিং পাহাড়ের বিজন বাড়িতে উৎপাদিত এই কমলালেবু খেতে অত্যন্ত মিষ্টি। শীতের মরশুমে বিক্রিও ভালো হচ্ছে”।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: অবশেষে দার্জিলিংয়ের বাজারে মিলল কমলালেবুর দেখা! আনন্দে আত্মহারা পর্যটকরা
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement