#মালদহ: জগদ্ধাত্রী পুজোয় অভিনব উদ্বোধন পরিকল্পনা মালদহে। কালিয়াচকের চুরিঅনন্তপুর গ্রামের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন প্রান্তিক কৃষকরা। পুজো উপলক্ষে একদল কৃষককে সংবর্ধনাও জানান আয়োজকরা। সাধারণত যে কোনও পুজোর উদ্বোধন করতে দেখা যায় নেতা-মন্ত্রী, প্রভাবশালী বা বিশিষ্টজনদের। কিন্তু, চিরাচরিত প্রথার অন্য পথে হেঁটে গ্রামের কৃষকদের উদ্বোধক - এর মর্যাদা দিল গ্রামের পুজো কমিটি।
আরও পড়ুন: একা শ্রাবন্তী নন, একে-একে BJP ছেড়েছেন একাধিক তারকা! দেখে নিন তাঁদের...
আরও পড়ুন: শ্রাবন্তীর BJP-ত্যাগ, সুকান্তর ব্যাখ্যার তীব্র বিরোধিতায় নুসরত জাহান! যা বললেন...
নিজেদের ঘাম ঝরিয়ে বছরভর সাধারণ মানুষের মুখের খাবার জোগানোর দায়িত্ব নেওয়া প্রান্তিক কৃষকদের "সম্মান" জানাতেই এমন পরিকল্পনা বলে জানিয়েছে পুজো কমিটি। পুজো সম্পাদক পঙ্কজ দ্বিবেদী বলেন, দোকান, বাজার, বাস ধর্মঘট হলে অনেক সময় হইচই হয়। অথচ, এই কৃষকরা যদি একদিন ধর্মঘট করে দেন তাহলে খাদ্যের যোগান বিপন্ন হবে। কিন্তু, তাঁরা বছরভর পরিশ্রম করে মানুষের আহার নিশ্চিত করেন। তাঁদের নিরলস পরিশ্রমকে কুর্নিশ জানাতেই উদ্বোধকের সম্মান দেওয়া হয়েছে।পুজোর উদ্বোধন করে বেশ কয়েকজন কৃষক বলেন, এভাবে আমন্ত্রণ পাবো ভাবিনি। প্রথমে মনের ভিতর নানা দ্বন্দ্ব ও জড়তা তৈরি হচ্ছিল। পরে উদ্যোক্তারা সেসব দূর করে দেন। এমন সম্মান পেয়ে সকলেই অভিভূত। এমন "সম্মান" দায়িত্ববোধ আর কর্মনিষ্ঠা বাড়াবে বলেই বিশ্বাস তাঁদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jagadhatri Puja 2021