Malda News: নেতা-মন্ত্রী নন, পুজো উদ্ধোধন কৃষকদের হাতে! চমকে দিল মালদহ

Last Updated:

Malda News: নেতা-মন্ত্রী,প্রভাবশালীরা নন, মালদহে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধকের ভূমিকায় গ্রামের কৃষকরা।

অনন্য উদ্যোগ
অনন্য উদ্যোগ
#মালদহ: জগদ্ধাত্রী পুজোয় অভিনব উদ্বোধন পরিকল্পনা মালদহে। কালিয়াচকের চুরিঅনন্তপুর গ্রামের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন প্রান্তিক কৃষকরা। পুজো উপলক্ষে একদল কৃষককে সংবর্ধনাও জানান আয়োজকরা। সাধারণত যে কোনও পুজোর উদ্বোধন করতে দেখা যায় নেতা-মন্ত্রী, প্রভাবশালী বা বিশিষ্টজনদের। কিন্তু, চিরাচরিত প্রথার অন্য পথে হেঁটে গ্রামের কৃষকদের উদ্বোধক -  এর মর্যাদা দিল গ্রামের পুজো কমিটি।
বুধবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ও ফিতে কেটে গ্রামের পুজোর উদ্বোধন করেন কৃষকেরা। এরপর একে একে কৃষকদের মঞ্চে ডেকে সংবর্ধনা দেওয়া হয়। পরনে লুঙ্গি, কাঁধে গামছা, নিতান্তই সাদামাটা পোশাক। এমন উদ্বোধকদের দেখতেই ভিড় জমান কৌতুহলী মানুষজন।মালদহে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম চরিঅনন্তপুর। জাল নোটের কারবারের জন্য বারবারই উঠে আসে এই গ্রামের নাম। গ্রাম মূলত কৃষি নির্ভর। এই গ্রামে বড় উৎসব বলতে জগদ্ধাত্রী পুজো। এমন গ্রামের প্রান্তিক কৃষক হয়েও পুজোর উদ্বোধন এর জন্য ডাক। প্রথমে এমন আমন্ত্রণ পেয়ে খানিকটা অবাকই হয়ে যান তাঁরা। শেষে ভয় ও জড়তা কাটিয়ে এগিয়ে আসতে তাঁদের সাহস যোগান উদ্যোক্তারা।কিন্তু,পুজোর উদ্বোধনে সাধারণ কৃষকদের এভাবে উদ্বোধক এর মর্যাদা দেওয়ার পরিকল্পনা কেন?
advertisement
advertisement
নিজেদের ঘাম ঝরিয়ে বছরভর সাধারণ মানুষের মুখের খাবার জোগানোর দায়িত্ব নেওয়া প্রান্তিক কৃষকদের "সম্মান" জানাতেই এমন পরিকল্পনা বলে জানিয়েছে পুজো কমিটি। পুজো সম্পাদক পঙ্কজ দ্বিবেদী বলেন, দোকান, বাজার, বাস ধর্মঘট হলে অনেক সময় হইচই হয়। অথচ, এই কৃষকরা যদি একদিন ধর্মঘট করে দেন তাহলে খাদ্যের যোগান বিপন্ন হবে। কিন্তু, তাঁরা বছরভর পরিশ্রম করে মানুষের আহার নিশ্চিত করেন। তাঁদের নিরলস পরিশ্রমকে কুর্নিশ জানাতেই উদ্বোধকের সম্মান দেওয়া হয়েছে।পুজোর উদ্বোধন করে বেশ কয়েকজন কৃষক বলেন, এভাবে আমন্ত্রণ পাবো ভাবিনি। প্রথমে মনের ভিতর নানা দ্বন্দ্ব ও জড়তা তৈরি হচ্ছিল। পরে উদ্যোক্তারা সেসব দূর করে দেন। এমন সম্মান পেয়ে সকলেই অভিভূত। এমন "সম্মান" দায়িত্ববোধ আর কর্মনিষ্ঠা বাড়াবে বলেই বিশ্বাস তাঁদের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: নেতা-মন্ত্রী নন, পুজো উদ্ধোধন কৃষকদের হাতে! চমকে দিল মালদহ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement