Srabanti Chatterjee: একা শ্রাবন্তী নন, একে-একে BJP ছেড়েছেন একাধিক তারকা! দেখে নিন তাঁদের...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Srabanti Chatterjee: শুধু শ্রাবন্তী অবশ্য নন, এর আগে একাধিক তারকা বিজেপি ছেড়েছেন। বিধানসভা ভোটের আগে বিজেপিতে আসা তারকাদের এই দল ছাড়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপি শিবির।
#কলকাতা: পশ্চিমবঙ্গ BJP-তে একের পর এক ভাঙন লেগেই রয়েছে। আর বৃহস্পতিবার বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। বৃহস্পতিবার টুইট করে শ্রাবন্তী নিজেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে লড়েছিলেন শ্রাবন্তী। কিন্তু পরাজিত হন তিনি। তারপর থেকেই বাড়তে থাকে বিজেপি-র সঙ্গে তাঁর দূরত্ব। অবশেষে এদিন দল ছেড়ে দিলেন তিনি।
advertisement
advertisement
advertisement
advertisement
সেপ্টেম্বর মাসে বিজেপি ছাড়েন রাজ্য BJP-র সাংস্কৃতিক আহ্বায়কের পদে থাকা অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদারের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দল ছাড়েন তিনি। মনের ঘনিষ্ঠ মহলের একাংশের দাবি, দীর্ঘদিন BJP-র জন্য ময়দানে লড়াই করার পরেও তাঁকে প্রার্থী করেনি গেরুয়া শিবির। এদিকে অনেকেই নতুন এসে প্রার্থী হন। সেই অভিমানেই দল ছাড়েন সুমন।
advertisement
“দিলীপ ঘোষ ভন্ড।”-এমনই বিস্ফোরক অভিযোগ তুলে দল ছাড়েন অভিনেত্রী রূপা ভট্টাচার্যও। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উদ্দেশে খোলা চিঠি লিখে রূপা সাফ জানিয়ে দিলেন তাঁর বিজেপি ছাড়ার কারণ আসলে কী? দিলীপ ঘোষের উদ্দেশ্যে খোলা চিঠিতে তিনি লেখেন, ''একটা কথা ভুলবেন না! আমায় শিল্পী আপনি বা বিজেপি বানায়নি। মানুষ বানিয়েছে। তাদের প্রতি সৎ এবং দায়বদ্ধ আমি থাকবো-ই।''