Fake Fish Sale: বাংলার সবচেয়ে সুস্বাদু মাছ, কিন্তু কিনতে গিয়ে ঠকে যায় লোকে! কোন মাছ? খুব সহজে চিনুন আসল মাছ

Last Updated:

Fake Fish Sale: বর্ষা এলেই তিস্তায় উঠে আসে সুস্বাদু এই মাছ। কিন্তু কিনতে গিয়ে বোরোলির বদলে মিলছে পিয়ালি মাছ।

+
বোরলি

বোরলি মাছ

জলপাইগুড়ি: নকল হইতে সাবধান! তিস্তার বোরোলি ভেবে চড়া দামে কী মাছ কিনে নিয়ে যাচ্ছেন জানেন? বোরোলি নাকি পিয়ালি? ঘাবড়ে যাচ্ছেন? কীভাবে চিনবেন আসল বোরোলি মাছকে! আজ সেই তথ্যই রইল এই প্রতিবেদনে।
বর্ষা এলেই তিস্তায় উঠে আসে সুস্বাদু বোরোলি মাছ। উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় মাছ এই বোরোলি। মূলত তিন থেকে চার মাস এই মাছের পরিমাণ বেশি থাকে তিস্তায়। তবে, বর্ষা এলেই বেড়ে যায় বোরোলি মাছের আগমন। উত্তরবঙ্গবাসী তো বটেই, পাশাপাশি এখানে ঘুরতে আসা পর্যটকেরাও এই মাছের স্বাদে মুগ্ধ। তাই এই ভরা বর্ষায় এখানে ঘুরতে এলেই বোরোলি মাছ চেখে দেখেন না এমন কেউ নেই।
advertisement
আরও পড়ুন: বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে ৩ মাসে খুব কম খরচে পেশাদারি দক্ষতার কোর্স! এই মহাসুযোগ, জানুন
এ কারণেই প্রত্যেক বছর তিস্তার বোরোলি মাছের চাহিদা থাকে তুঙ্গে। এবছর জুন থেকেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। তবে নাগাড়ে বৃষ্টির কারণে এবং পাহাড় থেকে নেমে আসা জলরাশির কারণে তিস্তার জল ঘোলা, কমেছে বোরোলির সংখ্যা। মাছের সংখ্যা কমলেও চাহিদা তুঙ্গে। স্বভাবতই আকাশ ছোঁয়া বোরোলি মাছের দাম।
advertisement
advertisement
আরও পড়ুন: IIT-কে রীতিমতো টক্কর, এই কলেজে পড়ে মিলল ৮৫ লক্ষ টাকা প্যাকেজের চাকরি! কীভাবে ভর্তি?
উত্তরবঙ্গে ঘুরতে আসলেই পর্যটকরা যে কোনও হোটেল অথবা বিভিন্ন জায়গায় খোঁজ করে বোরোলি মাছের। আর সেই খোঁজকেই কাজে লাগিয়ে রমরমিয়ে বিকোচ্ছে তিস্তার আসল বোরোলি মাছের পরিবর্তে বিহার অথবা গঙ্গার পিয়ালি মাছ। এই মাছ দেখতে অনেকটা একই ধরনের কিন্তু মাছের স্বাদ আলাদা। পিয়ালি মাছ খেতে সুস্বাদু হলেও তিস্তার বোরোলির আলাদাই এর স্বাদ।
advertisement
কিন্তু দেখতে এতটাই একই রকম যে সামনে থেকে দেখেও বোঝা মুশকিল কোনটি আসল তিস্তার বোরোলি কোনটি পিয়ালি! প্রতি কেজি বোরোলি মাছের দাম বাজারে ৮০০ থেকে ৭০০ টাকা কেজি দর। কিন্তু কীভাবে চিনবেন তিস্তার আসল বোরোলি? বাজারের মাছ ব্যবসায়ীরা জানাচ্ছেন, বোরোলি মাছের পেটের দিকে এক ধরনের হলুদ রঙের আস্তরণ থাকে যা দেখে সহজেই চেনা সম্ভব তিস্তার আসল বোরোলি মাছকে। তা হলে আর ঠকা নয়, এবার থেকে পরখ করে কিনুন তিস্তার আসল সুস্বাদু বোরোলি মাছ।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fake Fish Sale: বাংলার সবচেয়ে সুস্বাদু মাছ, কিন্তু কিনতে গিয়ে ঠকে যায় লোকে! কোন মাছ? খুব সহজে চিনুন আসল মাছ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement