Ramakrishna Mission: বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে ৩ মাসে খুব কম খরচে পেশাদারি দক্ষতার কোর্স! এই মহাসুযোগ, জানুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Ramakrishna Mission: কর্মজগতে আত্মবিশ্বাস বাড়াতে মাত্র তিন মাসের বিশেষ কোর্স চালু করতে চলেছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। জানুন
হাওড়া: কর্ম জগতে আত্মবিশ্বাস জোগাতে তিন মাসের প্রশিক্ষণ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে! প্রশিক্ষণ শেষে নিশ্চিত ভবিষ্যত গড়তে এই কোর্স দারুন কার্যকরী। বর্তমান সময়ে চাকরি ক্ষেত্রে যে কয়টি বিষয় বিশেষ ভাবে গুরুত্ব রাখে কথোপকথনের দক্ষতা, সঠিক আচরণ, ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গি এই বিষয়গুলি গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে।
সেই দিক থেকে এর প্রয়োজনীয়তা দারুণ। তারই গুরুত্ব রেখে পেশাদার জীবনের কথা ভেবে বিশেষ এই কোর্স চালু করার কথা ভেবেছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। এই কোর্সের জন্য অনলাইনে নাম নথিভুক্ত করার সুবিধা রাখা হয়েছে।
আরও পড়ুন: ‘তুমিও হেঁটে দেখো…’, কিন্তু সুস্থ থাকতে রোজ কতটা হাঁটবেন সেটা কি জানেন?
পাশাপাশি আরও জানানো হয়েছে, এই কোর্সটি অনলাইনে পাঠক্রমের সুবিধা পাওয়া যাবে। এই কোর্সটি হল ‘সফট স্কিল এ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট ‘। অনলাইন এই সার্টিফিকেট কোর্সটি করানো হবে। প্রতিষ্ঠানের ক্যারিয়ার কাউন্সিলিং সেল বেসরকারি সংস্থা এইএম টেকনোলজির সঙ্গে যৌথ ভাবে এই কোর্সের আয়োজন করেছে। এই কোর্সের মধ্যে রয়েছে, ইন্টারভিউ স্কিলস, লিডারশিপ স্কিলস, বিজনেস কমিউনিকেশন স্কিলস এবং পাবলিক স্পিকিং স্কিলস।
advertisement
advertisement
কোর্সটির মেয়াদ তিন মাস। যেহেতু এই কোর্স অনলাইনে পাঠক্রম হবে। তাই কোর্সের ক্লাস হবে প্রতি মঙ্গলবার এবং বুধবার সন্ধ্যা ৭টা থেকে ৯ টা পর্যন্ত। কোর্স কি ৩০০০ টাকা। কোর্স শেষে মিলবে প্রতিষ্ঠান এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের(এনএসডিসি ) শংসাপত্র। বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানতে পারবে।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2024 6:06 PM IST