মালদহ : পুরসভায় ভোটের ময়দানে একাধিক "দম্পতি প্রার্থী"। মালদহের ইংরেজবাজারে (Malda) ভোটারদের মন পেতে তৃণমূল প্রার্থী করেছে দুই জোড়া দম্পতিকে। আবার বিজেপিরও তুরুপের তাস দম্পতি প্রার্থীরাই। সবমিলিয়ে ভোটের লড়াইয়ে চার জোড়া দম্পতি। এদের মধ্যে কারা শেষপর্যন্ত "যুগলে" পুরসভায় যাওয়ার ছাড়পত্র পাবেন?- তা নিয়েই শহর জুড়ে শুরু হয়েছে জোরচর্চা।
তৃণমূলের (TMC) এক পরিবার, এক প্রার্থীর নীতি তাঁদের ক্ষেত্রে বাধা হয়নি। বিজেপির (BJP) "পরিবারতন্ত্র" বিরোধী স্লোগানও এখানে প্রযোজ্য নয়। বরং পুরভোটে জিততে কি তৃণমূল, কি বিজেপি, দু'দলেরই সেরা বাজি দম্পতিরাই। এ বার ২৯ আসনের ইংরেজবাজার পুরসভায় অন্তত সাতটি ওয়ার্ডে দম্পতিদের মধ্যে থেকে প্রার্থী করা হয়েছে। এঁদের মধ্যে তৃণমূলের দুই জোড়া দম্পতি অবশ্য আগেও একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
ইংরেজবাজার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হেভিওয়েট নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। পাশাপাশি ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী কাকলি চৌধুরী। এই দম্পতিরা গত বছর জেতা নিজেদের ওয়ার্ড থেকেই এবারও তৃণমূলের প্রার্থী। পরিবারের একজন করে প্রার্থী হলে, এই দম্পতির মধ্যে কে প্রার্থী হবেন, তা নিয়ে পুরভোটের অনেক আগে থেকেই কৌতূহল ছিল। তৃণমূলের প্রথম তালিকাতে কৃষ্ণেন্দু নারায়ণের নাম না থাকলেও শেষপর্যন্ত চৌধুরী দম্পতিতেই ফের আস্থা রেখেছে তৃণমূল। পুরসভার দুটি ওয়ার্ড দখলে রাখতে ইতিমধ্যেই ঝাঁপিয়েছেন চৌধুরী দম্পতি।
আরও পড়ুন : মমতার বৈঠকে মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু, কী বললেন রাজ্য সভাপতি সুকান্ত?
মালদহে ইংরেজবাজারে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন আরও এক দম্পতি। ২২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী দীর্ঘদিনের ভাইস চেয়ারম্যান দুলাল সরকার। এই পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে জোড়া ফুলের প্রার্থী দুলালের স্ত্রী চৈতালি ঘোষ সরকার। দুলালবাবু পাঁচবারের জয়ী কাউন্সিলর। অন্যদিকে চৈতালি চতুর্থবারের জন্য কাউন্সিলর পদপ্রার্থী। দল এবারও তাঁদের জুটির ওপর আস্থা রাখায় দলনেত্রীর কাছে কৃতজ্ঞ "সরকার দম্পতি"। শুরু হয়েছে একসঙ্গে প্রচার ও মিছিল।
আরও পড়ুন : সবার জন্য কাজ করুন, মনিটারিং সেল তৈরি করুন, শিলিগুড়ির জয়ী কাউন্সিলরদের বললেন মমতা
বিজেপির হয়ে এ বার প্রথম দম্পতি প্রার্থী ইংরেজবাজারে। পুরসভার ৮ (আট) নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিটে লড়ছেন আয়কর আইনজীবী সঞ্জয় শর্মা। ৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছে সঞ্জয়বাবুর স্ত্রী অনুরাধা শর্মাকে। গত ২০১৫ পুরসভা ভোটে ৯ নম্বর ওয়ার্ড থেকে জেতেন সঞ্জয়বাবু। ওই ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত হওয়াতে স্বামীর জেতা আসনে প্রার্থী হয়েছেন স্ত্রী অনুরাধা। অন্যদিকে, ৮ নম্বর ওয়ার্ড থেকে পদ্মপ্রার্থী সঞ্জয়। রাজনীতিতে কার্যত নতুন স্ত্রীকে জেতানোর পাশাপাশি, সঞ্জয়ের নিজেরও নতুন ওয়ার্ডে জেতা কার্যত চ্যালেঞ্জ "শর্মা দম্পতি"র কাছে। দুজনেই নেমে পড়েছেন জোর প্রচারে।
আরও পড়ুন : শিলিগুড়িতে পরাজিত বিজেপি বিধায়ক শংকর ঘোষ, তৃণমূলের থেকে অনেক পিছিয়ে বিজেপি
ইংরেজবাজারের ভোট ময়দানে আরও এক দম্পতি বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন। ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী রাজীব চম্পটি। আর ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী তাঁর স্ত্রী অন্তরা চন্দ। ২০১৫ পুরসভা ভোটে এক নম্বর ওয়ার্ডে জিতেছিলেন রাজীব। এ বার ওই আসন মহিলা সংরক্ষিত হওয়ায় দাঁড়িয়েছেন তাঁর স্ত্রী, দীর্ঘদিনের সক্রিয় বিজেপি নেত্রী অন্তরা। রাজীব দাঁড়িয়েছেন দুই নম্বর ওয়ার্ড থেকে। এখন পুরভোট জিততে মরিয়া এই দম্পতিরা দিনরাত লড়াইয়ে সামিল ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: English Bazar Municipality, Malda