Khagen Murmu attends meeting with Mamata Banerjee: মমতার বৈঠকে মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু, কী বললেন রাজ্য সভাপতি সুকান্ত?

Last Updated:

এই বৈঠকেই আমন্ত্রিত ছিলেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাও৷ যদিও কলকাতায় থাকায় তিনি বৈঠকে অংশ নিতে পারেননি (Khagen Murmu attends meeting with Mamata Banerjee)৷

মুখ্যমন্ত্রীর বৈঠকে খগেন মুর্মু৷
মুখ্যমন্ত্রীর বৈঠকে খগেন মুর্মু৷
#শিলিগুড়ি: উত্তরকন্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকা বৈঠকে অংশ নিলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)৷ উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই উপস্থিত ছিলেন মালদহ উত্তরের সাংসদ৷
এই বৈঠকেই আমন্ত্রিত ছিলেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাও৷ যদিও কলকাতায় থাকায় তিনি বৈঠকে অংশ নিতে পারেননি৷
মুখ্যমন্ত্রীর বৈঠকে বিজেপি সাংসদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলেও জল্পনা ছড়ায়৷ কারণ সাধারণত মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকেও বিরোধী দলের জনপ্রতিনিধিদের দেখা যায় না৷ এ দিনের বৈঠক শেষে অবশ্য যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন খগেন মুর্মু৷ তাঁর দাবি, উন্নয়নমূলক কাজে সবসময় সরকারের পাশেই থাকেন তাঁরা৷ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও দাবি করেছেন, তাঁকে জানিয়েই মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে অংশ নিয়েছেন খগেন মুর্মু৷
advertisement
advertisement
বৈঠক শেষে খগেন মুর্মু বলেন, 'মুখ্যমন্ত্রী সবার কথা শুনেছেন৷ আমি যে প্রস্তাবগুলি দিয়েছি তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠালে সন্তুষ্ট হব৷ তবে আদিবাসীদের উন্নয়নে যে প্রকল্পগুলি রয়েছে তা রূপায়ণের ক্ষেত্রে ঘাটতি রয়েছে৷' বিজেপি সাংসদ আরও বলেন, 'আমরা তো সবসময়ই চাই উন্নয়ন নিয়ে যে কোনও বৈঠকে আমাদের ডাকা হোক৷'
advertisement
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বলেন,'আমরা সবমসয় গঠনমূলক বিরোধিতা করতে চাই৷ খগেন মুর্মু আমাকে জানিয়েই আজকের বৈঠকে গিয়েছেন৷ মুখ্যমন্ত্রী যদি বলেন আমরা তাঁর সঙ্গে গুজরাতে গিয়েও এ রাজ্যে বিনিয়োগ করার জন্য আবেদন করতে তৈরি৷ যাতে এখানকার বেকার যুবকদের কর্মসংস্থান হয়৷ যদিও মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস বিরোধীদের এই গঠনমূলক ভূমিকার কথা স্বীকার করে না৷'
advertisement
 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আলাদা করে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপস্থিতি নিয়ে বৈঠক শেষে কিছু বলেননি৷ তিনি বলেন, 'আদিবাসীদের উন্নয়নে সরকার অনেক প্রক্লপ আনছে৷ আদিবাসী উন্নয়ন পরিষদের সব সদস্যই এতে খুশি৷ তাঁদের প্রত্যেকের মতামত শোনা হয়েছে৷ এগুলির দ্রুত বাস্তবায়ন করা হবে৷'
advertisement
জঙ্গলমহলে আদিবাসীদের জনসমর্থন বিধানসভা ভোটে অনেকটাই নিজেদের দিকে ফেরাতে পেরেছে তৃণমূল কংগ্রেস৷ এবার উত্তরবঙ্গের আদিবাসীদেরও মন জয় করাই লক্ষ্য মুখ্যমন্ত্রীর৷ কারণ এখনও উত্তরবঙ্গে বিজেপি যথেষ্ট শক্তিশালী৷ যার অন্যতম মূল কারণ আদিবাসী ভোটব্যাঙ্ক৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Khagen Murmu attends meeting with Mamata Banerjee: মমতার বৈঠকে মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু, কী বললেন রাজ্য সভাপতি সুকান্ত?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement