CM Mamata Banerjee announces Industrial Summit|| লক্ষ্য বিনিয়োগ-কর্মসংস্থান, মুখ্যমন্ত্রীর সফরকালেই উত্তরবঙ্গে 'শিল্প সামিট'

Last Updated:

CM Mamata Banerjee announces North Bengal Shilpa Summit: বুধবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের শিল্প সম্ভাবনা তুলে ধরা হবে শিল্পপতি এবং বণিকসভা গুলির সামনে। মুখ্য সচিবের নেতৃত্বে এই শিল্প সামিট হবে শিলিগুড়িতে বলেই নবান্ন সূত্রে খবর।

মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা: উত্তরবঙ্গ যাওয়ার আগেই আগামী দিনে রাজ্যে শিল্পে বিনিয়োগ আনা অন্যতম লক্ষ্য হতে চলেছে তা জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শিল্পে বিনিয়োগ আনার পাশাপাশি কর্মসংস্থানের অন্যতম টার্গেট হতে চলেছে তাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরকালেই 'উত্তরবঙ্গ শিল্প সামিট' (North Bengal Shilpa Summit) করতে চলেছে রাজ্য সরকার।
বুধবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এই শিল্প সামিট হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর। কলকাতা থেকে আটজন সচিব যাচ্ছেন শিলিগুড়িতে। শুধু তাই নয় শিল্পপতি ও বণিকসভা গুলির সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমেও উত্তরবঙ্গের আট জেলাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হবে। মূলত দার্জিলিং (Darjeeling), কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হবে বুধবারের শিল্প সামিটে।
advertisement
আরও পড়ুন: বুধবার থেকে খুলছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল, কী কী নিয়ম মানতে হবে? বিজ্ঞপ্তি জারি...
নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ফুড প্রসেসিং, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট, গ্রামীণ অঞ্চলের কৃষি ক্ষেত্রে কিভাবে বিনিয়োগ হতে পারে তার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হবে। দ্বিতীয় পর্যায় পর্যটন এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন কোন জায়গায় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বা রাজ্য কি ভাবছে তাও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হবে। তৃতীয় পর্যায়ে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং টেক্সটাইলস, পাশাপাশি শিল্প পরিকাঠামো এবং জমি নিয়ে রাজ্য কি ভাবছে সেই বিষয়গুলিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হবে। এই পাওয়ারপয়েন্ট প্রেসেন্টেশনগুলি শিল্পপতি ও বণিক সভার সামনে রাখবে বিভিন্ন দফতরের সচিবরা।
advertisement
advertisement
আগামী ২০ ও ২১ এপ্রিল কলকাতায় 'বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন' হওয়ার কথা। ইতিমধ্যেই তার জন্য বিভিন্ন জেলায় জেলায় বণিকসভা দের নিয়ে বৈঠক করেছে রাজ্য। বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন নিয়ে প্রস্তুতিও নিতে শুরু করেছে নবান্ন। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাজপুর পোর্ট নিয়ে বৈঠকে করেছেন গৌতম আদানির ছেলে করন আদানি। মুখ্যমন্ত্রী আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদনিকেও বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি, বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনে আসার জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের আগে উত্তরবঙ্গে শিল্পে বিনিয়োগ আনতে চাইছে রাজ্য সরকার। ফলে সব দিক থেকেই এই শিল্প সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
CM Mamata Banerjee announces Industrial Summit|| লক্ষ্য বিনিয়োগ-কর্মসংস্থান, মুখ্যমন্ত্রীর সফরকালেই উত্তরবঙ্গে 'শিল্প সামিট'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement