সিকিম মহানন্দা এক্সপ্রেসের সামনে আচমকা বিশাল দাঁতাল! আঁতকে উঠলেন চালক, দুর্ঘটনা থেকে কীভাবে রক্ষা দেখুন ভাইরাল ভিডিওতে

Last Updated:

ট্রেনের সামনে আচমকা হাতি। ফের রেলের সতর্কতায় বাঁচল প্রাণ। বড় দুর্ঘটনা এড়ানো গেল ডুয়ার্সে। কীভাবে দেখুন...

+
ট্রেনের

ট্রেনের সামনে গজরাজ

জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ আগে আগে গজরাজ, পিছে চলছে রেল! ঠিক এমনই ছবি ক্যামেরাবন্দি করল রেল চালক। ফের রেলের সতর্কতায় বাঁচল প্রাণ। বড় দুর্ঘটনা এড়ানো গেল ডুয়ার্সে। রেললাইনের উপর দিয়ে নিশ্চিন্তে এক পা দু’পা করে এগোচ্ছে গজরাজ। তার পেছন পেছন এগিয়ে যাচ্ছে রেল। তবে এবার ট্রেনের গতি ছিল এক্কেবারে ধীর। রেল চালকের তৎপরতায় বড়সড় বিপদ এড়াল সিকিম মহানন্দা এক্সপ্রেস।
সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশ্যে আশায় রেল চালকের প্রশংসায় পঞ্চমুখ আমজনতা। ঠিক কী ঘটেছিল? বিকেল ঠিক ৪টে বেজে ৫৭ মিনিটে ১৫৪৮৪ আপ সিকিম মহানন্দা এক্সপ্রেস যখন চালসা থেকে নাগরাকাটা স্টেশনের দিকে ছুটে আসছে, ঠিক সেই সময় রেললাইনে আচমকা দেখা দেয় এক বিশাল হাতি। ঘটনাস্থল ছিল কিমি ৬৯/৮-৯ এর মধ্যে। লোকো পাইলট শ্রী এ.কে. মিশ্র এবং সহকারী লোকো পাইলট এস.জি. মহান্তা তৎক্ষণাৎ পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত ব্রেক কষে ট্রেনের গতি নিয়ন্ত্রণে আনেন। মুহূর্তের সেই সিদ্ধান্তই বাঁচিয়ে দিল প্রাণ। না হলে যাত্রীবাহী ওই ট্রেনে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত, তা ভেবেই শিউরে উঠছেন যাত্রীরা।
advertisement
আরও পড়ুনঃ প্রতিবেশীর ছাগলকে পিটিয়ে হত্যা! মালিকের মাথায় ধারালো অস্ত্রের কোপ, কোন ‘অপরাধে’ এমন নৃশংস শাস্তি জানেন?
স্থানীয়রা জানিয়েছেন, বর্ষার মরশুমে হাতির দল প্রায়ই চা বাগান ও জঙ্গল থেকে লোকালয়ে নেমে আসে। বিশেষ করে চালসা–নাগরাকাটা রেলপথ বরাবর হাতি চলাচল নতুন কিছু নয়। রেলও এই এলাকায় একাধিকবার সচেতনতা প্রচার চালিয়েছে। তবুও ঝুঁকি থেকেই যায়। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী ও হাতি উভয়ের নিরাপত্তাকেই সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্ঘটনা এড়াতে নিয়মিত টহল ও সতর্কবার্তা দেওয়া হচ্ছে চালকদের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনা প্রমাণ করল, সতর্কতা ও দায়িত্বশীলতা থাকলে বড়সড় বিপদকেও এড়ানো সম্ভব। যাত্রীদের একাংশ জানিয়েছেন, ট্রেন হঠাৎ ধীর গতিতে থেমে যাওয়ায় প্রথমে আতঙ্ক তৈরি হলেও পরে কারণ জেনে স্বস্তি পান সবাই। এক যাত্রী বলেন, “আমাদের প্রাণ এবং গজরাজের প্রাণ  বাঁচিয়েছেন চালকরা। তাঁদের দ্রুত সিদ্ধান্ত না থাকলে আজ বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।” ডুয়ার্সের সবুজ বনভূমি যেমন সুন্দর, তেমনই এ অঞ্চলে হাতি-রেল সংঘর্ষের শঙ্কাও নিত্যসঙ্গী। তবে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল – এক মুহূর্তের সজাগতা কতটা জীবনরক্ষী হয়ে উঠতে পারে!
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সিকিম মহানন্দা এক্সপ্রেসের সামনে আচমকা বিশাল দাঁতাল! আঁতকে উঠলেন চালক, দুর্ঘটনা থেকে কীভাবে রক্ষা দেখুন ভাইরাল ভিডিওতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement