Latest News: সাত-সকালে জঙ্গলে ধেয়ে আসছে ওরা কারা? ভয়ে পালাচ্ছে গ্রামবাসী... আতঙ্কে ভয়ে কাঁটা এলাকা

Last Updated:

এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই সূত্রের খবর। হাতিকে কর্ডন করা হয়েছে। সন্ধ্যার মধ্যেই জঙ্গলে ফেরানো সম্ভব হবে বলে কার্শিয়াং বনদফতরের এডিএফ‌ও রাহুল দেব মুখোপাধ্যায় জানিয়েছেন।

ঘটনার নিয়ন্ত্রণে আসে বাগডোগরা বনদফতর ও বাগডোগরা থানার পুলিশ।
ঘটনার নিয়ন্ত্রণে আসে বাগডোগরা বনদফতর ও বাগডোগরা থানার পুলিশ।
বিশ্বজিৎ মিশ্র, বাগডোগরা: সাতসকালে জনবসতিপূর্ণ এলাকায় এল দলছুট হাতি। যার জেরে অতিষ্ঠ বাগডোগরা। হাতি দেখতে পেয়েই আতঙ্কে শুরু হয় এলাকাবাসীর মধ্যে। গভীর রাতে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতির দল, এমনটাই অনুমান বনদফতরের। ঘটনার নিয়ন্ত্রণে আসে বাগডোগরা বনদফতর ও বাগডোগরা থানার পুলিশ। হাতি দেখতে মানুষের উপচে পড়া ভিড় সামলাতে শুরু হয় মাইকিং।
বনদফতর সূত্রে খবর, জনবসতিপূর্ণ এলাকা হ‌ওয়ায় নিরাপদে হাতিকে জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে গোটা এলাকা কর্ডন করে ঘেরা হয়েছে। তবে এলাকায় হাতি দেখতে পেয়ে তুমুল আতঙ্ক শুরু হয়েছে।
সাবধান! ভুল হয় না যেন … নতুন বছরের ক্যালেন্ডার বাড়ির কোথায় রাখবেন? না মানলে হতে পারে চরম ‘বিপদ’
এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই সূত্রের খবর। হাতিকে কর্ডন করা হয়েছে। সন্ধ্যার মধ্যেই জঙ্গলে ফেরানো সম্ভব হবে বলে কার্শিয়াং বনদফতরের এডিএফ‌ও রাহুল দেব মুখোপাধ্যায় জানিয়েছেন। ঘটনাস্থলে বাগডোগরা- টুকরিয়াঝাড়-পানিঘাটা রেঞ্জ, এলিফ্যান্ট স্কোয়াড মোতায়েন রয়েছে। খবর দেওয়া হয়েছে সুকনা বনদফতরকে।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Latest News: সাত-সকালে জঙ্গলে ধেয়ে আসছে ওরা কারা? ভয়ে পালাচ্ছে গ্রামবাসী... আতঙ্কে ভয়ে কাঁটা এলাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement