শীতের আমেজ শুরু হতেই বাড়ছে আতঙ্ক! দলে দলে হানা দিচ্ছে 'ওরা'! বিশেষ নম্বর চালু করল দফতর
- Published by:Madhab Das
- local18
Last Updated:
শীতের এমন আমেজ শুরু হতেই রীতিমতো আতঙ্ক বাড়ছে এলাকায় এলাকায়, কেননা দলে দলে হানা দিতে শুরু করেছে 'ওরা'।
বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি, দার্জিলিং: বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে রাজ্যের বেশ কিছু জেলায় হালকা শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা শীতের আমেজ শুরু হওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলি এখন জাঁকিয়ে শীতের অপেক্ষায়। তবে শীতের এমন আমেজ শুরু হতেই রীতিমতো আতঙ্ক বাড়ছে এলাকায় এলাকায়, কেননা দলে দলে হানা দিতে শুরু করেছে ‘ওরা’।

হাতির হানা
advertisement
‘ওরা’ বলতে যাদের কথা বলা হচ্ছে তারা হল হাতি। শীতের আমেজের মধ্যেই তারা বাসিন্দাদের আতঙ্ক ধরাতে শুরু করেছে। কেননা এখন থেকেই তারা লোকালয়ে ঢুকে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক বাড়াতে শুরু করেছে। হাতির হানার এমন ঘটনা ফের একবার দেখা গেল নকশালবাড়ির টুকরিয়াঝাড় সংলগ্ন বেঙ্গাইজোত এলাকায়। বুধবার রাতের অন্ধকারে সেখানে একটি হাতির দল হানা দেয়। টুকরিয়াঝাড় জঙ্গল থেকে বেরিয়ে সোজা লোকালয়ে প্রবেশ করে হাতির দলটি। আর তার পরই শুরু হয় দাপাদাপি।
advertisement
আরও পড়ুন: আগামী ৬ দিন সতর্কতা নেই দক্ষিণবঙ্গে, কেমন থাকবে উত্তরবঙ্গ! এসে গেল আবহাওয়ার লেটেস্ট আপডেট
রাতের অন্ধকারে গ্রামে হাতি দেখতেই আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে। মূলত ধানের জমি থেকে রসদ সংগ্রহ করতেই তারা হানা দিয়েছিল লোকালয়ে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় ছুটে আসেন বন দফতরের কর্মীরা এবং প্রায় আট ঘন্টার প্রচেষ্টায় হাতির দলটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন।
advertisement
শীতের মরশুম বাড়তেই হাতির হানা বৃদ্ধি পাচ্ছে আর তাদের হানার এমন আশঙ্কার কথা মাথায় রেখে নজরদারি বৃদ্ধি করেছে বন দফতর। এরই সঙ্গে সঙ্গে চালু করা হয়েছে বিশেষ হেল্প লাইন নম্বর। যে হেল্পলাইন নম্বরে ফোন করে হাতির হানার খবর দিতে পারবেন স্থানীয়রা আর সেই মতো বন দফতরের কর্মীরা এসে তাদের অভিযান চালাবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
October 16, 2025 10:15 AM IST