Elephant death in North Bengal| ফের বিদ্যুৎপৃষ্ট হয়ে বুনো হাতির মৃত্যু! চাঞ্চল্য ডুয়ার্সে

Last Updated:

Elephant death in North Bengal| বুধবার সকালে স্থানীয় গ্রামবাসীরা ধান ক্ষেতের মধ্যে হাতির দেহ দেখতে পায়।

ফের হাতির মৃত্যু উত্তরবঙ্গে।
ফের হাতির মৃত্যু উত্তরবঙ্গে।
#জলপাইগুড়ি: সাত সকালে জলপাইগুড়ি বনবিভাগের  মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া বিটের অন্তর্গত মোগলকাটা রাভা বস্তিতে পূর্ণবয়স্ক একটি হাতির মৃত্যুদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্স জুড়ে।
জানা গিয়েছে, বুধবার সকালে স্থানীয় গ্রামবাসীরা ধান ক্ষেতের মধ্যে হাতির দেহ দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড ও মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের। বনদপ্তর সূত্রের খবর, মৃত হাতিটি পুরুষ সাব অ্যাডাল্ট। এদিকে মৃত হাতির সংবাদ চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে এলাকার বাসিন্দারা।
তদন্তে বনদপ্তরের কর্মীরাও।কিভাবে হাতির মৃত্যু হয়ছে পরিষ্কার নয়।তবে মনে করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হতে পারে।ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এলাকাবাসীরা জানিয়েছেন মাঝেমধ্যেই ওই এলাকায় খাবারের খোঁজে ঢুকে পরে হাতির দল। মনে করা হচ্ছে ধান খাওয়ার জন্যই হাতিটি ওই এলাকায় চলে আসে।
advertisement
advertisement
উল্লেখ্য, মাসখানেক আগে মোরাঘাট রেঞ্জের গাঁড়কুটা এলাকাতেও একটি হাতির দেহ উদ্ধার হয়েছিল। সেই হাতিটির মৃত্যু হয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে। তার প্রমান ও মিলেছে ময়নাতদন্তের রিপোর্টে। বারবার এভাবে হাতির মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা।
ঘটনা প্রসঙ্গে,জলপাইগুড়ি বন্যপ্রান বিভাগের এ ডি এফ ও জন্মেজয় পাল বলেন, "এদিন সকালে একটি ধান খেত থেকে হাতির দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে হাতির দেহ খতিয়ে দেখে মনে হচ্ছে বিদ্যুৎ পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। হাতিটি মাকনা হাতি। বয়স১৫-২০ বছর। এটি সাব-অ্যাডাল্ট পুরুষ হাতি ছিল। "
advertisement
পরিবেশপ্রেমী সংস্থা ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্য শুভাশিস ঘোষ বলেন, "খাবারের খোঁজে বার বার লোকালয়ে  হানা দিচ্ছে হাতির দল। আর সেই হাতির দল যখন চাষের ক্ষেতে খাবার খেতে যাচ্ছে তখন কৃষকদের লাগানো বেআইনি বিদ্যুতের সংযোগ এর সংস্পর্শে এসে মৃত্যু হচ্ছে হাতির। আমরা কড়া পদক্ষেপ দাবি করছি। পাশাপাশি বনদপ্তরের কাছে দাবি করছি যাতে জঙ্গলের ভিতরে তৃণভোজী বন্যপ্রাণীদের খাবারের ব্যবস্থা করা হয় ফলের গাছ লাগানো হয়।"
advertisement
SEKH ROCKY CHWDHURY
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant death in North Bengal| ফের বিদ্যুৎপৃষ্ট হয়ে বুনো হাতির মৃত্যু! চাঞ্চল্য ডুয়ার্সে
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement