West Bengal Weather: সপ্তাহান্তে ফের আবহাওয়ার রদবদল? কলকাতায় নিম্নমুখী পারদ! দেখুন আগামী কয়েকদিনের পূর্বাভাস...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather: রবিবার রাত থেকে সোমবার বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে। বৃষ্টি না হলেও মেঘলা আকাশ হবে এবং রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি ছাড়াবে কলকাতায়।
কলকাতায় আরও নামল পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সপ্তাহান্তেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে আবার। কতটা মেঘলা আকাশ? কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার রাতে অথবা সোমবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। খুবই হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বলেই আপাতত জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। খুবই হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ু উপকূলে। এর প্রভাবে বাড়বে পূবালী হাওয়ার প্রভাব এবং সঙ্গে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বলেই জানাচ্ছে আবহাওয়ায় রিপোর্ট। এর ফলে রাতের তাপমাত্রা বাড়বে মেঘলা আকাশ হবে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে।
advertisement
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, রবিবার রাত থেকে সোমবার এর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর শহর উপকূল সংলগ্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গ বা পশ্চিমের জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলেও মেঘলা আকাশ হবে এবং রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রী ছাড়াবে কলকাতায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অপর নিম্নচাপটি পূর্ব-মধ্য আরব সাগরের কর্ণাটক উপকূলে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় আরো শক্তিশালী হবে। দুটি অক্ষরেখার রয়েছে কর্নাটকের উপকূলে নিম্নচাপ এলাকা থেকে। এই এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা কঙ্কন পর্যন্ত বিস্তৃত যা মহারাষ্ট্র গোয়ার উপর দিয়ে গেছে। অপর অক্ষরেখা টি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
advertisement