Tripura Vote| ত্রিপুরায় ভোট প্রচারের শেষ সপ্তাহে ঘরে ঘরে তৃণমূলের তারকারা

Last Updated:

Tripura Vote| প্রচার সারলেন জুন-সোহম-সায়ন্তিকা-সায়নী। প্রচারে থাকবেন দেব ও বাবুল। 

ত্রিপুরায় তারকা প্রচার চালাচ্ছে তৃণমূল।
ত্রিপুরায় তারকা প্রচার চালাচ্ছে তৃণমূল।
#আগরতলা: ভোটের বাকি আর সাত দিন। প্রচারের শেষ লগ্নে তারকা বিধায়ক ও নেতা-নেত্রীদের নিয়ে ত্রিপুরায় প্রচারে ঝড় তুলল তৃণমূল। পুরভোটের প্রচারে ঝড় তুলতে এবার বাংলা থেকে একঝাঁক তারকাকে ত্রিপুরায়  তৃণমূল কংগ্রেস নিয়ে এল ৷ এই  তালিকায় সাংসদ দেব থেকে শুরু করে বিধায়ক সোহম চক্রবর্তী, জুন মালিয়ারা যেমন রয়েছেন, সেরকমই রয়েছেন সায়নী ঘোষ, ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়রা৷
আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট৷ তার আগে প্রচারের শেষবেলায় ঝড় তুলতে তারকাদের হাজির করিয়ে বড় চমক দিতে চাইছে ঘাসফুল শিবির৷ ইতিমধ্যেই ধাপে ধাপে ত্রিপুরায় পৌঁছচ্ছেন দলের একাধিক তারকা নেতা, বিধায়ক, সাংসদরা৷ তৃণমূলের প্রচার সূচি অনুযায়ী, প্রতিদিনই আগরতলায় পৌঁছচ্ছেন দলের কোনও না কোনও তারকা নেতা, নেত্রীরা৷ সেই তালিকায় নাম রয়েছে জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, সায়নী ঘোষরা৷
advertisement
advertisement
আগামী ২৩ নভেম্বর ত্রিপুরায় প্রচার সারবেন অভিনেতা সাংসদ দেব৷ এ ছাড়াও ত্রিপুরায় যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী ২০ তারিখ তিনি সভা করবেন আগরতলাতে। ত্রিপুরায় পুরভোটে বড় পরীক্ষা তৃণমূল কংগ্রেসের৷ বিধানসভা নির্বাচনের আগে পুরভোটেই নিজেদের শক্তি ঝালিয়ে নিতে পারবে তারা৷
advertisement
ইতিমধ্যেই সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ দলের এক ঝাঁক নেতাকে ত্রিপুরায় পুরভোটের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে৷পাশাপাশি, বাংলার বেশ কয়েকজন বিধায়ককেও বিভিন্ন পুর এলাকার প্রচারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ সেই সঙ্গেই ত্রিপুরার বাঙালিদের মন জয়ে এবার দলের তারকা নেতা, নেত্রীদের ত্রিপুরায় উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হল৷
advertisement
তৃণমূলে তারকা নেতা নেত্রীদের তালিকা যথেষ্ট লম্বা৷ ফলে সেই সুবিধেকেই ত্রিপুরার পুরভোটে ব্যবহার করতে চাইছে তারা৷ প্রতিদিন সকাল-সন্ধ্যায় ডোর টু ডোর সারছেন জুন মালিয়া-সোহম চক্রবর্তী। আগরতলার পুর নিগমের একাধিক ওয়ার্ড আছে যেখানে তৃণমূলের ভালো ফলের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। সেখানেই ঘরে ঘরে গিয়ে প্রচার সারছেন তৃণমূলের তারকা বিধায়ক, নেত্রীরা।
advertisement
তৃণমূলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, " গত কয়েক মাস ধরে ধীরে ধীরে সংগঠন যেটা তৈরি করা হয়েছে তার সুফল মিলবে। মানুষ তৃণমূল সম্পর্কে অবহিত। তাদের সামনে তারকা প্রচারকরা যাওয়ায় আমাদের আবেদনে সুবিধা মিলছে।"
এর পাশাপাশি দেব-জুন-সোহম-সায়নী-সায়ন্তিকা-বাবুল সকলেই পরিচিত মুখ। ফলে তাদের দিয়ে প্রচার হওয়ায় বাড়তি সুবিধা মিলছে তৃণমূলের। তৃণমূলের যা কৌশল, তাতে পুরভোটের প্রচারের শেষ লগ্নে ত্রিপুরায় রীতিমতো ঝড় তুলতে চাইছে তৃণমূল৷ কারণ ২২ নভেম্বর আগরতলা পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার ঠিক পরের দিন ২৩ নভেম্বর আগরতলায় থাকবেন অভিনেতা, সাংসদ দেব৷ দেবের মতো তারকাকে ত্রিপুরায় প্রচারে ব্যবহার করলে যে তার সুফল ভোট বাক্সে পড়বে, সে বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Vote| ত্রিপুরায় ভোট প্রচারের শেষ সপ্তাহে ঘরে ঘরে তৃণমূলের তারকারা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement