হোম /খবর /দেশ /
ত্রিপুরায় ভোট প্রচারের শেষ সপ্তাহে ঘরে ঘরে তৃণমূলের তারকারা

Tripura Vote| ত্রিপুরায় ভোট প্রচারের শেষ সপ্তাহে ঘরে ঘরে তৃণমূলের তারকারা

ত্রিপুরায় তারকা প্রচার চালাচ্ছে তৃণমূল।

ত্রিপুরায় তারকা প্রচার চালাচ্ছে তৃণমূল।

Tripura Vote| প্রচার সারলেন জুন-সোহম-সায়ন্তিকা-সায়নী। প্রচারে থাকবেন দেব ও বাবুল। 

  • Last Updated :
  • Share this:

#আগরতলা: ভোটের বাকি আর সাত দিন। প্রচারের শেষ লগ্নে তারকা বিধায়ক ও নেতা-নেত্রীদের নিয়ে ত্রিপুরায় প্রচারে ঝড় তুলল তৃণমূল। পুরভোটের প্রচারে ঝড় তুলতে এবার বাংলা থেকে একঝাঁক তারকাকে ত্রিপুরায়  তৃণমূল কংগ্রেস নিয়ে এল ৷ এই  তালিকায় সাংসদ দেব থেকে শুরু করে বিধায়ক সোহম চক্রবর্তী, জুন মালিয়ারা যেমন রয়েছেন, সেরকমই রয়েছেন সায়নী ঘোষ, ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়রা৷

আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট৷ তার আগে প্রচারের শেষবেলায় ঝড় তুলতে তারকাদের হাজির করিয়ে বড় চমক দিতে চাইছে ঘাসফুল শিবির৷ ইতিমধ্যেই ধাপে ধাপে ত্রিপুরায় পৌঁছচ্ছেন দলের একাধিক তারকা নেতা, বিধায়ক, সাংসদরা৷ তৃণমূলের প্রচার সূচি অনুযায়ী, প্রতিদিনই আগরতলায় পৌঁছচ্ছেন দলের কোনও না কোনও তারকা নেতা, নেত্রীরা৷ সেই তালিকায় নাম রয়েছে জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, সায়নী ঘোষরা৷

আরও পড়ুন-বিধায়ক বা প্রাক্তন মন্ত্রী পরিচয়ের আগে মদন মিত্র এখন রোমান্টিক শিল্পী!

আগামী ২৩ নভেম্বর ত্রিপুরায় প্রচার সারবেন অভিনেতা সাংসদ দেব৷ এ ছাড়াও ত্রিপুরায় যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী ২০ তারিখ তিনি সভা করবেন আগরতলাতে। ত্রিপুরায় পুরভোটে বড় পরীক্ষা তৃণমূল কংগ্রেসের৷ বিধানসভা নির্বাচনের আগে পুরভোটেই নিজেদের শক্তি ঝালিয়ে নিতে পারবে তারা৷

ইতিমধ্যেই সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ দলের এক ঝাঁক নেতাকে ত্রিপুরায় পুরভোটের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে৷পাশাপাশি, বাংলার বেশ কয়েকজন বিধায়ককেও বিভিন্ন পুর এলাকার প্রচারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ সেই সঙ্গেই ত্রিপুরার বাঙালিদের মন জয়ে এবার দলের তারকা নেতা, নেত্রীদের ত্রিপুরায় উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হল৷

আরও পড়ুন-ফিচ রেটিংসেও স্বীকৃতি, করোনা ধাক্কা সামলে মোদি সরকারের নেতৃত্বে তীব্র গতিতে এগোচ্ছে দেশের অর্থনীতি!

তৃণমূলে তারকা নেতা নেত্রীদের তালিকা যথেষ্ট লম্বা৷ ফলে সেই সুবিধেকেই ত্রিপুরার পুরভোটে ব্যবহার করতে চাইছে তারা৷ প্রতিদিন সকাল-সন্ধ্যায় ডোর টু ডোর সারছেন জুন মালিয়া-সোহম চক্রবর্তী। আগরতলার পুর নিগমের একাধিক ওয়ার্ড আছে যেখানে তৃণমূলের ভালো ফলের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। সেখানেই ঘরে ঘরে গিয়ে প্রচার সারছেন তৃণমূলের তারকা বিধায়ক, নেত্রীরা।

তৃণমূলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, " গত কয়েক মাস ধরে ধীরে ধীরে সংগঠন যেটা তৈরি করা হয়েছে তার সুফল মিলবে। মানুষ তৃণমূল সম্পর্কে অবহিত। তাদের সামনে তারকা প্রচারকরা যাওয়ায় আমাদের আবেদনে সুবিধা মিলছে।"

এর পাশাপাশি দেব-জুন-সোহম-সায়নী-সায়ন্তিকা-বাবুল সকলেই পরিচিত মুখ। ফলে তাদের দিয়ে প্রচার হওয়ায় বাড়তি সুবিধা মিলছে তৃণমূলের। তৃণমূলের যা কৌশল, তাতে পুরভোটের প্রচারের শেষ লগ্নে ত্রিপুরায় রীতিমতো ঝড় তুলতে চাইছে তৃণমূল৷ কারণ ২২ নভেম্বর আগরতলা পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার ঠিক পরের দিন ২৩ নভেম্বর আগরতলায় থাকবেন অভিনেতা, সাংসদ দেব৷ দেবের মতো তারকাকে ত্রিপুরায় প্রচারে ব্যবহার করলে যে তার সুফল ভোট বাক্সে পড়বে, সে বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির৷

Published by:Arka Deb
First published:

Tags: Tripura, Tripura Politics