Indian Economy Fitch Ratings: ফিচ রেটিংসেও স্বীকৃতি, করোনা ধাক্কা সামলে মোদি সরকারের নেতৃত্বে তীব্র গতিতে এগোচ্ছে দেশের অর্থনীতি!

Last Updated:
Indian Economy Fitch Ratings: ফিচ রেটিংস জানিয়েছে যে ফিনান্সিয়াল সিস্টেমের ওপরে চাপ কম হওয়ার ফলে গ্রোথ আউটলুকের সঙ্গে জড়িত ঝুঁকি কিছুটা কমেছে।
1/6
২০২২-২৩ আর্থিক বর্ষের জিডিপি (GDP) গ্রোথ ফিচ রেটিংস জানিয়েছে যে ফিনান্সিয়াল সিস্টেমের ওপরে চাপ কম হওয়ার ফলে গ্রোথ আউটলুকের সঙ্গে জড়িত ঝুঁকি কিছুটা কমেছে। ফিচ মনে করছে যে ২০২১-২২ আর্থিক বর্ষে ভারতের জিডিপি গ্রোথ প্রায় ৮.৭ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২২-২৩ আর্থিক বর্ষের জিডিপি (GDP) গ্রোথ ফিচ রেটিংস জানিয়েছে যে ফিনান্সিয়াল সিস্টেমের ওপরে চাপ কম হওয়ার ফলে গ্রোথ আউটলুকের সঙ্গে জড়িত ঝুঁকি কিছুটা কমেছে। ফিচ মনে করছে যে ২০২১-২২ আর্থিক বর্ষে ভারতের জিডিপি গ্রোথ প্রায় ৮.৭ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
2/6
তেজ গতিতে এগিয়ে চলেছে ভারতের অর্থব্যবস্থা। গ্লোবাল এজেন্সি ফিচ রেটিংস (Fitch Ratings) জানিয়েছে যে ভারতের অর্থব্যবস্থা খুবই তেজ গতিতে এগিয়ে চলেছে। ফিচ রেটিংস নেগেটিভ আউটলুকের সঙ্গে লম্বা সময় ধরে ভারতের রেটিং ট্রিপল-বি নেগেটিভ (BBB-) বজায় রেখেছে। ফিচ জানিয়েছে যে এই বছরের মাঝামাঝি সময় থেকে ভারতের গ্রোথ আউটলুক মজবুত হতে শুরু করেছে। করোনা মহামারীর প্রকোপ কিছুটা কম হওয়ার পরেই ভারতের অর্থব্যবস্থা খুবই তেজ গতিতে এগিয়ে চলেছে।
তেজ গতিতে এগিয়ে চলেছে ভারতের অর্থব্যবস্থা। গ্লোবাল এজেন্সি ফিচ রেটিংস (Fitch Ratings) জানিয়েছে যে ভারতের অর্থব্যবস্থা খুবই তেজ গতিতে এগিয়ে চলেছে। ফিচ রেটিংস নেগেটিভ আউটলুকের সঙ্গে লম্বা সময় ধরে ভারতের রেটিং ট্রিপল-বি নেগেটিভ (BBB-) বজায় রেখেছে। ফিচ জানিয়েছে যে এই বছরের মাঝামাঝি সময় থেকে ভারতের গ্রোথ আউটলুক মজবুত হতে শুরু করেছে। করোনা মহামারীর প্রকোপ কিছুটা কম হওয়ার পরেই ভারতের অর্থব্যবস্থা খুবই তেজ গতিতে এগিয়ে চলেছে।
advertisement
3/6
এর সঙ্গেই গ্লোবাল রেটিং সংস্থা ফিচ জানিয়েছে যে ২০২২-২৩ আর্থিক বর্ষে ভারতের জিডিপি গ্রোথ প্রায় ১০ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিচ রেটিংস জানিয়েছে যে ভারতের এই রেটিং স্তর মজবুত বৃদ্ধির সম্ভাবনা, বিদেশি মুদ্রার আমদানি, ফিনান্সিয়াল সেক্টর ইত্যাদি বিষয়ের ওপর নজর রেখে করা হয়েছে।
এর সঙ্গেই গ্লোবাল রেটিং সংস্থা ফিচ জানিয়েছে যে ২০২২-২৩ আর্থিক বর্ষে ভারতের জিডিপি গ্রোথ প্রায় ১০ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিচ রেটিংস জানিয়েছে যে ভারতের এই রেটিং স্তর মজবুত বৃদ্ধির সম্ভাবনা, বিদেশি মুদ্রার আমদানি, ফিনান্সিয়াল সেক্টর ইত্যাদি বিষয়ের ওপর নজর রেখে করা হয়েছে।
advertisement
4/6
ভারতকে দেওয়া রেটিংয়ের অর্থ গ্লোবাল এজেন্সি ফিচ রেটিংস জানিয়েছেন যে ভারতের নেগেটিভ আউটলুক সরকারের দেনা নিয়ে লম্বা সময় ধরে অনিশ্চিত পরিস্থিতির মধ্যে অবস্থান করেছিল। করোনা মহামারীর জন্য তৈরি হয়েছে এই ধরনের অনিশ্চিত পরিস্থিতি। কিন্তু ভারতে এখন করোনা মহামারীর প্রকোপ কিছুটা কম হওয়ায় ধীরে ধীরে দূর হচ্ছে এই ধরনের অনিশ্চয়তা। এর ফলে ভারতের অর্থব্যবস্থায় এর প্রভাব আগের থেকে কিছুটা হলেও কম হবে। যা ভারতের অর্থব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
ভারতকে দেওয়া রেটিংয়ের অর্থ গ্লোবাল এজেন্সি ফিচ রেটিংস জানিয়েছেন যে ভারতের নেগেটিভ আউটলুক সরকারের দেনা নিয়ে লম্বা সময় ধরে অনিশ্চিত পরিস্থিতির মধ্যে অবস্থান করেছিল। করোনা মহামারীর জন্য তৈরি হয়েছে এই ধরনের অনিশ্চিত পরিস্থিতি। কিন্তু ভারতে এখন করোনা মহামারীর প্রকোপ কিছুটা কম হওয়ায় ধীরে ধীরে দূর হচ্ছে এই ধরনের অনিশ্চয়তা। এর ফলে ভারতের অর্থব্যবস্থায় এর প্রভাব আগের থেকে কিছুটা হলেও কম হবে। যা ভারতের অর্থব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
advertisement
5/6
বৃদ্ধির মাত্রা গ্লোবাল এজেন্সি ফিচ রেটিংস ২০২১ সালের অক্টোবর মাসে ভারতের জিডিপি গ্রোথের অনুমান ১০ শতাংশ থেকে ৮.৭ শতাংশ করেছিল। পরের আর্থিক বছরের জন্য অনুমান করা হয়েছে যে, ভারতের জিডিপি গ্রোথ ১০ শতাংশ হতে পারে। গ্লোবাল এজেন্সি ফিচ রেটিংস বিভিন্ন ধরনের সমীক্ষা চালিয়ে লক্ষ করেছে যে, ভারতের অর্থব্যবস্থার চাকা ধীরে ধীরে এগোতে শুরু করেছে।
বৃদ্ধির মাত্রা গ্লোবাল এজেন্সি ফিচ রেটিংস ২০২১ সালের অক্টোবর মাসে ভারতের জিডিপি গ্রোথের অনুমান ১০ শতাংশ থেকে ৮.৭ শতাংশ করেছিল। পরের আর্থিক বছরের জন্য অনুমান করা হয়েছে যে, ভারতের জিডিপি গ্রোথ ১০ শতাংশ হতে পারে। গ্লোবাল এজেন্সি ফিচ রেটিংস বিভিন্ন ধরনের সমীক্ষা চালিয়ে লক্ষ করেছে যে, ভারতের অর্থব্যবস্থার চাকা ধীরে ধীরে এগোতে শুরু করেছে।
advertisement
6/6
করোনার মহামারীর প্রকোপে থমকে ছিল ভারতের অর্থনীতি। এর পর ভারতে করোনার প্রকোপ কম হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে রিকভারি করতে শুরু করেছে ভারতের অর্থনীতি। ভারতের অর্থনীতি যে ভাবে এগিয়ে চলেছে সেই ধারা বজায় রাখতে পারলে, ভারতের অর্থব্যবস্থা পৌঁছে যাবে এক নতুন উচ্চতায়।
করোনার মহামারীর প্রকোপে থমকে ছিল ভারতের অর্থনীতি। এর পর ভারতে করোনার প্রকোপ কম হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে রিকভারি করতে শুরু করেছে ভারতের অর্থনীতি। ভারতের অর্থনীতি যে ভাবে এগিয়ে চলেছে সেই ধারা বজায় রাখতে পারলে, ভারতের অর্থব্যবস্থা পৌঁছে যাবে এক নতুন উচ্চতায়।
advertisement
advertisement
advertisement