Elephant Attack: হঠাৎ চিৎকার করে ডাকতে থাকে হাতি! গোটা গ্রামে চলল তাণ্ডব
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Elephant Attack: হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত তিনজন চা শ্রমিকের ঘর।প্রাণে বেঁচে গিয়েছেন পরিবারের সদস্যরা।
আলিপুরদুয়ার : হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত তিনজন চা শ্রমিকের ঘর।প্রাণে বেঁচে গিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানের শ্রমিক মহল্লায়।এদিন ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনো দাঁতাল হাতি আটিয়াবাড়ি চা বাগান এলাকায় ঢুকে পড়ে।
এলাকায় ঢুকেই চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় হাতিটি। এরপর এলাকায় কিছুক্ষণ ঘুরে শ্রমিকদের বাড়ির উপরে হানা দেয়। তাণ্ডব চলে হাতিটির।এই ঘটনায় রাজ দেব,সরস্বতী ওরাও ও ভোলা নিয়োগী তিনজন শ্রমিকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।হাতিটি ঘরের জিনিসপত্র নষ্ট করে দিয়েছে।
advertisement
কোনরকমই ঘর ছেড়ে পালিয়ে প্রাণ বেঁচেছেন শ্রমিক পরিবারের সদস্যরা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অপরদিকে বনদফতরের কাছে ক্ষতিপূরনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সদস্যরা।বন কর্মীরা দেখে গিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়িগুলি।তারা এলাকাবাসীদের সতর্ক করেছেন, যাতে জঙ্গলের সামনে কেউ না যান।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 12:49 AM IST