Earthquake: আবার! দুপুর সাড়ে তিনটে, হঠাৎ কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Earthquake: শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, বালুরঘাট, মালদহ সহ প্রায় গোটা উত্তরবঙ্গেই কম্পন অনুভূত হয়।
#শিলিগুড়ি: ফের ভূমিকম্পে মাটি কেঁপে উঠল উত্তরবঙ্গের। কাঁপল শিলিগুড়ির মাটি। শুক্রবার বিকাল ৩.৪২মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিজোরামের চম্পাই থেকে ৫৮ কিলোমাটির দক্ষিণ-পূর্বে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে ছিল বলে জানা গিয়েছে।
Earthquake of Magnitude:5.6, Occurred on 21-01-2022, 15:42:32 IST, Lat: 23.10 & Long: 93.75, Depth: 60 Km ,Location: 58km SE of Champhai, Mizoram, India for more information download the BhooKamp App https://t.co/niF40sf9br pic.twitter.com/iW1ANloeg5
— National Center for Seismology (@NCS_Earthquake) January 21, 2022
advertisement
advertisement
তবে, শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, বালুরঘাট, মালদহ সহ প্রায় গোটা উত্তরবঙ্গেই কম্পন অনুভূত হয়। যদিও ভূমিকম্পে এখনও পর্যন্ত কোন প্রাণহানী বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগেই শিলিগুড়িতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেদিনের কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2022 5:08 PM IST