Home /News /north-bengal /
Earthquake: আবার! দুপুর সাড়ে তিনটে, হঠাৎ কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি...

Earthquake: আবার! দুপুর সাড়ে তিনটে, হঠাৎ কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি...

শিলিগুড়িতে ভূমিকম্প

শিলিগুড়িতে ভূমিকম্প

Earthquake: শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, বালুরঘাট, মালদহ সহ প্রায় গোটা উত্তরবঙ্গেই কম্পন অনুভূত হয়।

 • Share this:

  #শিলিগুড়ি: ফের ভূমিকম্পে মাটি কেঁপে উঠল উত্তরবঙ্গের। কাঁপল শিলিগুড়ির মাটি। শুক্রবার বিকাল ৩.৪২মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিজোরামের চম্পাই থেকে ৫৮ কিলোমাটির দক্ষিণ-পূর্বে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে ছিল বলে জানা গিয়েছে।

  তবে, শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, বালুরঘাট, মালদহ সহ প্রায় গোটা উত্তরবঙ্গেই কম্পন অনুভূত হয়। যদিও ভূমিকম্পে এখনও পর্যন্ত কোন প্রাণহানী বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  আরও পড়ুন: ভোর চারটে, পার্ক সার্কাসে এক সাফাইকর্মী যা দেখলেন, ফের সমাজের মাথা হেঁট!

  আরও পড়ুন: বৈশালী ছিল প্রথম প্রজাতান্ত্রিক রাজ্য, বিশ্বের কাছে ভারতের দান বিপুল!

  প্রসঙ্গত, দিন কয়েক আগেই শিলিগুড়িতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেদিনের কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার।

  Published by:Suman Biswas
  First published:

  Tags: Earthquake, Siliguri

  পরবর্তী খবর