Kolkata News: ভোর চারটে, পার্ক সার্কাসে এক সাফাইকর্মী যা দেখলেন, ফের সমাজের মাথা হেঁট!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kolkata News: আজ, বৃহস্পতিবার ভোর ৪ টে নাগাদ এক সাফাইকর্মী ওই সদ্যোজাতকে দেখতে পান।
#কলকাতা: ফের সদ্যোজাত কন্যা সন্তানকে ফেলে পালাল মা।
পার্ক সার্কাসের কাছে লোহাপুলে রেল লাইনের পাশ থেকে উদ্ধার সদ্যোজাত শিশু কন্যা। আজ, বৃহস্পতিবার ভোর ৪ টে নাগাদ এক সাফাইকর্মী ওই সদ্যোজাতকে দেখতে পান। তখন স্থানীয় বস্তির এক মহিলা শিশুটিকে উদ্ধার করে। ওই মহিলাই শিশুটিকে পরিষ্কার করে।
এরপর বালিগঞ্জ জিআরপি-তে খবর গেলে, জিআরপি-র উদ্যোগে কন্যা শিশুটিকে আইসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়। এখন শিশুটির শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।
advertisement
advertisement
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে মেয়েদের স্বাবলম্বী করার জন্য চালু করেছে একাধিক প্রকল্প। কন্যাশ্রী, রূপশ্রী, বেটি বাঁচাও বেটি পড়াও-এর মত প্রকল্প যেখানে আছে, ঠিক সেখানেই এই ধরনের অমানবিক প্রায়শই ঘটেই চলেছে। সদ্যোজাত কন্যা সন্তানকে রাস্তার পাশে ফেলে পালানোর ঘটনা তাই আকছাড় ঘটছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 20, 2022 12:31 PM IST