Uttar Dinajpur News: চন্দ্রমল্লিকা ফুল নয়, গাছ বিক্রি করে মোটা টাকা আয় করুন

Last Updated:

চন্দ্রমল্লিকার ফুল বিক্রি করে তেমন লাভ হয় না। কারণ চন্দ্রমল্লিকা ফুল বিয়ে বাড়ি হোক কিংবা পুজো কোন‌ও কিছুতেই কাজে লাগে না। চন্দ্রমল্লিকার চারা বিক্রি করে আসল লাভ হয়

+
চন্দ্রমল্লিকা 

চন্দ্রমল্লিকা 

উত্তর দিনাজপুর: শীতকালের অতি পরিচিতি ফুল হল চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকার আদি নিবাস জাপান ও চিন হলেও বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে এই ফুল চাষা হয়। জনপ্রিয়তা দিক থেকে গোলাপের পরই এটির স্থান। এটি বিভিন্ন বর্ণ ও রঙের হয়ে থাকে। চন্দ্রমল্লিকা সোনালি, হলুদ, বেগুনি, লাল, সাদা, খয়েরি বিভিন্ন রঙের পাওয়া যায়। সামান্য একটু পরিচর্যা করলেই ছাদ বা ব্যালকনিতে এই চন্দ্রমল্লিকার গাছ লাগিয়ে ভাল টাকা উপার্জন করতে পারেন।
নার্সারি ব্যবসায়ী তারা প্রসাদ জানান, চন্দ্রমল্লিকার ফুল বিক্রি করে তেমন লাভ হয় না। কারণ চন্দ্রমল্লিকা ফুল বিয়ে বাড়ি হোক কিংবা পুজো কোন‌ও কিছুতেই কাজে লাগে না। চন্দ্রমল্লিকার চারা বিক্রি করে আসল লাভ হয়। চন্দ্রমল্লিকা গাছের চারা সঠিকভাবে পরিচর্যা করলে সেই একটি গাছ থেকে কাটিং করে বহু গাছ পাওয়া যায়। একটি চন্দ্রমল্লিকার গাছ সঠিক পরিচর্যা করলে সেখান থেকে ২০০ টি এমনকি ৫০০ টি পর্যন্ত চারা পাওয়া যায়। বড়ো গাছগুলো এক একটি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়। ছোট চারাগুলো ৫ থেকে ৬ টাকা দামে বিক্রি হয়ে থাকে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ফুল চাষি তারা প্রসাদ আরও জানান, একটি চারা এনে সেটিকে সঠিকভাবে পরিচর্যা করলে সেই চারা একটু বড় হলেই কাটিং করে তা থেকে বহু চারা পাওয়া যায়। তাই বাড়িতে ৫ থেকে ৬ টাকা খরচ করে একটি চন্দ্রমল্লিকার চারা লাগালে একটি গাছ থেকে বহু চারা গাছ পাওয়া যায়। চন্দ্রমল্লিকা বহু বর্ষজীবী। এটি কয়েক বছর বেচেঁ থাকে। তাই এই চন্দ্রমল্লিকার চারা গাছগুলো বিক্রি করলেই ভাল টাকা লাভ করা যাবে।
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: চন্দ্রমল্লিকা ফুল নয়, গাছ বিক্রি করে মোটা টাকা আয় করুন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement