Eco-friendly Ornaments: প্রতিমার অঙ্গে কী সেই বিশেষ সাজ? বিসর্জনের পর ক্ষতি হবে না পরিবেশের

Last Updated:

Eco-friendly Ornaments-চলতি বছরে অলংকার শিল্পীরা তৈরি করছেন দুর্গা প্রতিমার পরিবেশ বান্ধবগয়না, যা ইতিমধ্যেই নজর আকর্ষণ করতে শুরু করেছে বিভিন্ন পুজো কমিটির। প্রতিমা বিসর্জনের পর এই পরিবেশবান্ধব গয়নাগুলো পরিবেশের ক্ষতি করবে না, দাবি শিল্পীদের।

+
পরিবেশ

পরিবেশ বান্ধব গয়না হাতে শিল্পী

ভেটাগুড়ি: দুর্গাপুজো আসতে আর বেশি দেরি নেই। তোরজোড় শুরু হয়ে গিয়েছে প্রতিমা শিল্পীদের। তবে শুধুই প্রতিমা শিল্পীদের কর্মব্যস্ততা নয়। পাশাপাশি কাজ শুরু হয়েছে প্রতিমার অলংকার শিল্পীদেরও। শিল্পীদের এবার কাজের চাপ এখন থেকেই রয়েছে অনেকটা বেশি। চলতি বছরে অলংকার শিল্পীরা তৈরি করছেন দুর্গা প্রতিমার পরিবেশ বান্ধবগয়না, যা ইতিমধ্যেই নজর আকর্ষণ করতে শুরু করেছে বিভিন্ন পুজো কমিটির।
প্রতিমা বিসর্জনের পর এই পরিবেশবান্ধব গয়নাগুলো পরিবেশের ক্ষতি করবে না, দাবি শিল্পীদের। তাছাড়াও, এই গয়নায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। শিল্পী অশোক বর্মন জানান, “এই পরিবেশবান্ধব গয়না তৈরি করা হচ্ছে শোলা ও কাগজ দিয়ে। ফলে এই গয়না বেশিদিন পরিবেশে থেকে পরিবেশের ক্ষতি করবে না।” বহু সময় ধরে তিনি দুর্গা প্রতিমার গয়না নির্মাণের কাজ করেন। চলতি বছরে বিগ বাজেটের পুজো থেকে শুরু করে সাধারণ পুজো মিলিয়ে মোট ৫০টি গয়না তৈরির অর্ডার পেয়েছেন তিনি। তাই এখন থেকেই কাজ শুরু করতে হয়েছে তাঁকে।
advertisement
বেশি দামের গয়না যেমন আছে, কম দামের গয়নাও বানিয়েছেন শিল্পীরা। অশোক জানান, এই গয়না মূলত প্রতিমার থিমের ওপর ভিত্তি করেই তৈরি করতে হচ্ছে। না হলে গয়নার সামঞ্জস্যতা থাকবে না। তাই খাটনি হচ্ছে অনেকটাই বেশি। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। এই পুজোকে কেন্দ্র করে বাঙালির উন্মাদনা থাকে অনেকটাই বেশি। তাই কাজের মান ভাল করার চাপও থাকে। নিপুণ হাতে, সময় নিয়ে তৈরি করতে হচ্ছে প্রতিমার অলংকারগুলি। মূলত এই কারণেই রেডিমেড অলংকারের চাইতে এই অলংকারগুলির চাহিদা রয়েছে বেশি। দেখতে সুন্দর মৌলিক ডিজাইনের গয়নার চাহিদাও তাই বেশি।
advertisement
advertisement
চলতি বছরে কোচবিহারে বিগ বাজেটের পুজো রয়েছে অনেকগুলি। সব পুজোর উদ্যোক্তারা এবার অনেকটাই আগে থেকে পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই প্রতিমা থেকে শুরু করে প্রতিমার অলঙ্কার শিল্পীদের চাপ বেড়েছে অনেকটাই। তবে চাপের সঙ্গে তাল মিলিয়ে কাজ তাঁরা করছেন রীতিমতো দ্রুত গতিতে। শিল্পীদের আশা, এবার জেলার পুজোয় আকর্ষণ হতে চলেছে প্রতিমার পরিবেশবান্ধব গয়না।
advertisement
সার্থক পন্ডিত
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Eco-friendly Ornaments: প্রতিমার অঙ্গে কী সেই বিশেষ সাজ? বিসর্জনের পর ক্ষতি হবে না পরিবেশের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement