Durga Puja 2024: শৈশবের স্মৃতি নিয়েই আয়োজন দুর্গাপুজোর! হয়ে গেল খুঁটিপুজো
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Durga Puja 2024: কোচবিহার ঐক্যবিতান ক্লাব খুঁটি পুজোর মাধ্যমে তাদের দুর্গা পুজোর শুভ সূচনা করল। চলতি বছরে এই ক্লাবের পুজো ৫১তম বছরে পদার্পণ করতে চলেছে
কোচবিহার: বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো। আর এক মাসের কিছু বেশি সময় বাকি দুর্গাপুজোর। ইতিমধ্যেই পুজো কমিটিগুলির প্রস্তুতি তুঙ্গে উঠেছে। পাশাপাশি আমজনতার মধ্যেও ধীরে ধীরে পুজো নিয়ে উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যেই চলতি বছরের দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রায় প্রত্যেকটি পুজো কমিটি। এবার কোচবিহারে নজর কাড়া থিমের আকর্ষণ রয়েছে বিভিন্ন এলাকায়। শুরু হয়েছে খুঁটি পুজো।
এদিন কোচবিহার ঐক্যবিতান ক্লাব খুঁটি পুজোর মাধ্যমে তাদের দুর্গা পুজোর শুভ সূচনা করল। চলতি বছরে এই ক্লাবের পুজো ৫১তম বছরে পদার্পণ করতে চলেছে। তাই এবার এই ক্লাবের পুজোয় থাকছে নজরকাড়া থিমের আকর্ষণ। তবে থিমের বাজেট থাকছে একেবারেই স্বল্প।
আরও পড়ুন: প্রথম কিংবা দ্বিতীয় নয়, খেলায় অংশগ্রহণ করলেই পাওয়া যাবে ফুটবল ও খেলার জার্সি!
ঐক্যবিতান ক্লাবের কোষাধক্ষ্য মনোজ বনিক জানান, ১৮ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে তৈরি করা হবে এই গোটা থিমের কাজ। ইতিমধ্যেই খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবারের দুর্গা পুজোর আনুষ্ঠানিক সূচনা করে দেওয়া হল। এবারের থিমে বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। আজকালকার অল্প বয়সী ছেলেমেয়েরা যে সকল খেলনা ভুলতে বসেছে সেগুলোই এই থিমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।
advertisement
advertisement
এই থিমের পুজো কোচবিহার জেলার দর্শনার্থীদের খুব পছন্দ হবে বলে আয়োজকরা মনে করছেন। চলতি বছরের কোচবিহারে দুর্গা পুজোয় নজরকাড়া থিমের আকর্ষণ দেখতে পাওয়া যাবে এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব। জেলার বিভিন্ন প্রান্তের পুজো গুলিতে বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব টিমের কারুকার্য নজর আকর্ষণ করবে সকলের। স্বল্প বাজেটে ঐক্যবিতান ক্লাবের এই পুজো জেলার মধ্যে ভাল সারা ফেলবে বলেই মনে করছেন অনেকে।
advertisement
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2024 8:45 PM IST