Durga Puja 2024: ৬০ বছরের দুর্গাপুজোয় বিশেষ চমক তো হবেই! দিনহাটার পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Durga Puja 2024: দিনহাটা বোর্ডিংপাড়া দুর্গাপুজো কমিটির পুজো এবার ৬০তম বছরে পদার্পণ করল। তাই এবার আকর্ষণীয় থিম তৈরি করা হচ্ছে এই পুজোয়।
দিনহাটা: দুর্গাপুজোর থিমের আকর্ষণ বেশ কয়েক বছর যাবৎ দেখতে পাওয়া যাচ্ছে দিনহাটা মহকুমায়। চলতি বছরেও সেই বিষয়টির অন্যথা হয়নি। এবারেও বিগ বাজেটের বড় দুর্গাপুজো রয়েছে দিনহাটা মহকুমা এলাকায়।
দিনহাটা বোর্ডিং পাড়া দুর্গাপুজো কমিটির পুজো এবার ৬০তম বছরে পদার্পণ। তাই এবার আকর্ষণীয় থিম তৈরি করা হচ্ছে এই পুজো কমিটির দুর্গাপুজোয়। জেলার বাইরের একদল শিল্পী দিনরাত এখান থেকেই তৈরি করছে এই বিশেষ থিম।
পুজো কমিটির সভাপতি শুভময় চক্রবর্তী জানান, “বর্তমানে তাঁদের পুজো অনেকটাই বড় মাপের করা হয়। প্রতি বছর তাঁদের পুজোকে কেন্দ্র করে বহু মানুষের মধ্যে আকর্ষণ থাকে। তাই এবার এই বিশেষ থিম তাঁরা তৈরি করছেন। তাঁরা আশা করছেন এই থিম সকল মানুষের দারুণ পছন্দ হবে। এছাড়া বিশ্ব উষ্ণায়নের বিষয়টি সাধারণ মানুষের বোধগম্য হবে। ভবিষ্যৎ দিনে মানুষ আরও অনেকটাই সচেতন হয়ে উঠবে। তবে এই থিম তৈরি করা হচ্ছে জেলার বাইরের শিল্পীদের দ্বারা।”
advertisement
advertisement
আরও পড়ুন: কালীঘাটে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠক, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারীদের ৫ দফা দাবি কী কী?
দিনহাটা বোর্ডিং পাড়া দুর্গাপুজো কমিটির পৃষ্ঠপোষক জয়ন্ত চট্টোপাধ্যায় জানান, শুধুমাত্র থিমেই নয়, থিমের পাশাপাশি দেবী দুর্গার মূর্তির মধ্যেও রয়েছে বিশেষ চমক। একেবারে অন্যরকম এবং নতুনত্ব বিষয়ে তুলে ধরা হবে তাদের দুর্গাপুজোর মধ্যে চলতি বছরে।” এছাড়া থিমের শিল্পী স্বপন সরকার জানান, “দুর্গাপুজোর থিমের বিষয় নিয়ে শুরু থেকেই উত্তেজনা রয়েছে তাঁদের মধ্যে। থিমের প্রতিটি অংশে বিশেষ চমক রয়েছে। আর সেই বিষয়টি সকল মানুষের পছন্দ হবে এটুকু নিশ্চিত। এছাড়া এই থিম সকলের মনে দাগ কাটবে।”
advertisement
জেলা কোচবিহারের দিনহাটা মহকুমা প্রতি বছর বাজেটের পুজো উপহার দেয়। চলতি বছরে দিনহাটায় বিগ বাজারে পুজোর সংখ্যা কিছুটা কমলেও থিমের চমক রয়েছে অনেকটাই। দিনহাটা বোডিং পাড়া দুর্গাপুজো কমিটির এই পুজো চলতি বছরে জেলার এবং জেলার বাইরের বহু মানুষের নজর আকর্ষণ করবে। ইতিমধ্যেই এই দুর্গা পুজোকে কেন্দ্র করে মানুষের মধ্যে আলাদা উদ্দীপনা দেখতে পাওয়া যাচ্ছে। বহু মানুষ উৎসাহিত হয়ে রয়েছেন এই পুজো কমিটির থিম দেখার জন্য।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2024 6:50 PM IST
