Durga Puja 2023: জলপাইগুড়ির মণ্ডপে এবার রাজস্থান! আলোর রোশনাই দেখতে ভিড় দর্শনার্থীদের

Last Updated:

Durga Puja 2023: এবারে দুর্গাপুজোয় জলপাইগুড়িবাসীদের জন্য রয়েছে দারুণ এক চমক।

+
জলপাইগুড়ির

জলপাইগুড়ির মণ্ডপে এবার রাজস্থান!

জলপাইগুড়ি: বাঙালির পুজো শুরু হয়ে গিয়েছে। মহালয়ার পর থেকেই অনেক মণ্ডপই উদ্বোধন হয়ে যায়। ঠাকুর দর্শন করতে বেরিয়ে পড়েন দর্শনার্থীরা। এবারে দুর্গাপুজোয় জলপাইগুড়িবাসীদের জন্য রয়েছে দারুণ এক চমক।
রাজস্থানি ঘরাণার রাজপ্রাসাদ এবার জলপাইগুড়িতে বসেই দেখতে পারবেন দর্শনার্থীরা। শারদ উৎসবে দর্শনার্থীদের পুজো মণ্ডপে আকর্ষণ করতে রাজস্থানি ঘরাণার সাহায্য নিল জলপাইগুড়ি পাণ্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি। জলপাইগুড়ি শহরের বুকে এই দুর্গাপুজো ৯৫ তম বর্ষে পদার্পণ করল এবার।
আরও পড়ুন: আমলকিকে স্বাস্থ্যের উপকারী বন্ধু বলে, রোজ একটা করে খেলে কী হবে জানেন?
পুজো মণ্ডপটি অবশ্যই কাল্পনিক, তবে মণ্ডপটিকে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে রাজস্থানী বিভিন্ন শিল্প সামগ্রী ব্যবহার করা হয়েছে। বিভিন্ন রাজ প্রাসাদের অনুরূপে তৈরি করা হয়েছে মণ্ডপটি। ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে উমার মাথার ওপর ঝুলছে বিখ্যাত রাজ ঘরানার ঝাড়বাতি। তবে এখানেও নিরাপত্তার কথা চিন্তা করে প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে পুজো মণ্ডপটি তৈরি হয়েছে লোহার কাঠামো দিয়ে।
advertisement
advertisement
মণ্ডপে রয়েছে মেশিনে সুতোর কাজ, রাজস্থানী বুটিকের উপর কাচের কাজ। এছাড়াও রয়েছে আরও ১০ টি মডেল। পুজো মণ্ডপে ঢোকার মুখে থাকছে ফাইবারের তৈরি মস্ত বড় হাতি। আলোকসজ্জাও বেশ নতুনত্ব। পুজো কমিটির প্রবীণ সদস্য অনিন্দ মজুমদার জানান, এবার পুজোয় দর্শনার্থীদের আকর্ষণ করতেই রাজস্থানী ঘরানার কিছু রাজপ্রাসাদের অনুকরণে মণ্ডপসজ্জা করা হয়েছে। আলোকসজ্জাতেও রয়েছে নতুন ভাবনার ছোঁওয়া।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2023: জলপাইগুড়ির মণ্ডপে এবার রাজস্থান! আলোর রোশনাই দেখতে ভিড় দর্শনার্থীদের
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement