Duare Doctor: দুর্দান্ত সুবিধা, শুরু হল 'দুয়ারে ডাক্তার'! কঠিন রোগের চিকিৎসা এবার সহজেই

Last Updated:

Duare Doctor: মালদহ মেডিক্যাল কলেজ থেকে দশটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এদিন গ্রামে যান।

হবিবপুরে দুয়ারে ডাক্তার
হবিবপুরে দুয়ারে ডাক্তার
মালদহ: বৃহস্পতিবার মালদহে শুরু হল 'দুয়ারে ডাক্তার' পরিষেবা। জেলার আদিবাসী অধ্যুষিত হবিবপুর ব্লককে দুয়ারে ডাক্তার পরিষেবার জন্য বেছে নেয় প্রশাসন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অন্তত দশটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই 'দুয়ারে ডাক্তার' পরিষেবায় যোগ দেন। হবিবপুরের হাঁপানিয়া এলাকায় সরকারি আইটিআই কলেজ ভবনে দুয়ারে ডাক্তার পরিষেবার শিবির বসেছিল।
আগামিকাল শুক্রবার পর্যন্ত চলবে এই পরিষেবা। প্রথম দিন দুপুরের মধ্যেই গ্রামের দুশোরও বেশি মানুষ দুয়ারে ডাক্তার শিবিরে পৌঁছে পরিষেবা নেন। পরিষেবার উদ্বোধন করেন মালদহের জেলা শাসক নীতিন সিংহানিয়া। রোগী দেখার পাশাপাশি এই শিবির থেকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে দুয়ারে ডাক্তার শিবিরে। প্রচুর মানুষ দল বেঁধে শিবিরে হাজির হয়ে নিজেদের নানা সমস্যা নিয়ে ডাক্তারদের পরামর্শ নেন। জেলাশাসক জানিয়েছেন, হবিবপুর ব্লক দিয়ে এই পরিষেবা চালু হলেও ভবিষ্যতে রাজ্যের অন্যান্য ব্লকেও দুয়ারে ডাক্তার পরিষেবা দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: দোল-হোলিতে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কয়েকটি রাজ্যে, জানুন
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা পৌঁছবেন গ্রামীণ মানুষের কাছে। এদিনের শিবিরে নাক, কান, গলা সংক্রান্ত বিভিন্ন রোগ ও সমস্যা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ দেন চিকিৎসকেরা। পাশাপাশি, ইসিজি, সুগার টেস্ট, প্রেসার মাপা, প্রভৃতি সুবিধে দেওয়া হয় রোগীদের। পাশাপাশি যাঁদের জটিল শারীরিক সমস্যা রয়েছে, তাঁদের উন্নত চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয়েছে। এ দিনের শিবিরে উপস্থিত ছিলেন মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, মেডিক্যাল সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ প্রশাসনের কর্তারা।
advertisement
advertisement
. .
, ,
আরও পড়ুন: অপব্যবহারে বাজারে নেই ২০০০-এর নোট? আসল নোট চিনবেন কীভাবে জানুন
মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, 'মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদহেও দুয়ারে ডাক্তার পরিষেবা এদিন থেকে চালু করা হয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে জেলার অন্যান্য ব্লকগুলিতেও গ্রামীণ মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।' এদিন দুয়ারে ডাক্তার শিবিরে এসে খুশি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য আসা অসুস্থরা। অনেকেই বলেন, দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুবিধা থাকলেও দূরত্বের কারণে মালদহ মেডিক্যাল কলেজে এসে চিকিৎসক দেখানো সম্ভব হয়নি। আবার গ্রামাঞ্চলেও সবসময় ভাল চিকিৎসক মেলে না। এদিন বিশেষজ্ঞ চিকিৎসকরা শিবির করে রোগী দেখায় বিশেষ সুবিধে হয়েছে বহু মানুষের।
advertisement
সেবক দেব শর্মা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Duare Doctor: দুর্দান্ত সুবিধা, শুরু হল 'দুয়ারে ডাক্তার'! কঠিন রোগের চিকিৎসা এবার সহজেই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement