How To Check Fake Rs 2000: অপব্যবহারে বাজারে নেই ২০০০-এর নোট? আসল নোট চিনবেন কীভাবে জানুন

Last Updated:
How To Check Fake Rs 2000: ভেবে দেখুন, বাজারে গোলাপি রঙয়ের দু'হাজার টাকার নোটের দেখা প্রায় মিলছে না বেশ কয়েক মাস ধরেই। এমনকি এটিএম থেকেও আর বের হচ্ছে না।
1/8
২০২২-এর ডিসেম্বরে লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন দু'হাজার টাকার নোটের অপব্যবহার নিয়ে সরব হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুশীল মোদি। কালো টাকার বাড়াবাড়ি রুখতে রাতারাতি বাতিল হয়েছিল ৫০০ ও এক হাজার টাকার নোট। তারপরেই দু'হাজার এবং ৫০০ টাকার নতুন নোট নিয়ে এসেছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিছুদিন আগে ২০০০-এর নোট নিয়ে প্রশ্ন উঠেছিল সংসদে। কারণ, বাজারে প্রায় দেখাই নেই ২০০০-এর নোটের।
২০২২-এর ডিসেম্বরে লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন দু'হাজার টাকার নোটের অপব্যবহার নিয়ে সরব হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুশীল মোদি। কালো টাকার বাড়াবাড়ি রুখতে রাতারাতি বাতিল হয়েছিল ৫০০ ও এক হাজার টাকার নোট। তারপরেই দু'হাজার এবং ৫০০ টাকার নতুন নোট নিয়ে এসেছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিছুদিন আগে ২০০০-এর নোট নিয়ে প্রশ্ন উঠেছিল সংসদে। কারণ, বাজারে প্রায় দেখাই নেই ২০০০-এর নোটের।
advertisement
2/8
ভেবে দেখুন, বাজারে গোলাপি রঙয়ের দু'হাজার টাকার নোটের দেখা প্রায় মিলছে না বেশ কয়েক মাস ধরেই। এমনকি এটিএম থেকেও আর বের হচ্ছে না। গত লোকসভা অধিবেশনে এমনই দাবি করেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুশীল মোদি।
ভেবে দেখুন, বাজারে গোলাপি রঙয়ের দু'হাজার টাকার নোটের দেখা প্রায় মিলছে না বেশ কয়েক মাস ধরেই। এমনকি এটিএম থেকেও আর বের হচ্ছে না। গত লোকসভা অধিবেশনে এমনই দাবি করেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুশীল মোদি।
advertisement
3/8
এমনকী ২০০০ টাকার নোট নিয়ে একাধিক গুজবও বাজারে ছড়াচ্ছে বলে দাবি ছিল তাঁর। তিনি বলেছিলেন, গত তিন বছর ধরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে। ২০০০-এর জাল নোটও প্রচুর পরিমাণে বাজেয়াপ্ত করা হচ্ছে বলেও দাবি করেছিলেন মোদি।
এমনকী ২০০০ টাকার নোট নিয়ে একাধিক গুজবও বাজারে ছড়াচ্ছে বলে দাবি ছিল তাঁর। তিনি বলেছিলেন, গত তিন বছর ধরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে। ২০০০-এর জাল নোটও প্রচুর পরিমাণে বাজেয়াপ্ত করা হচ্ছে বলেও দাবি করেছিলেন মোদি।
advertisement
4/8
কীভাবে চিনবেন আসল ২০০০ টাকার নোট? কারণ নকল নোটের পাল্লায় পড়লে বড়সড় ক্ষতি হতে পারে সাধারণ মানুষের। নকল টাকা মানুষের হাতে পড়লে গোটা দেশের অর্থনীতি টলে যেতে পারে। তাই সময় সময় আসল নোট চেনার পদ্ধতিগুলি জেনে নেওয়া প্রয়োজন। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক নকল নোট ও আসল নোট চেনার সহজ কিছু উপায়ও জানিয়ে দিয়েছে।
কীভাবে চিনবেন আসল ২০০০ টাকার নোট? কারণ নকল নোটের পাল্লায় পড়লে বড়সড় ক্ষতি হতে পারে সাধারণ মানুষের। নকল টাকা মানুষের হাতে পড়লে গোটা দেশের অর্থনীতি টলে যেতে পারে। তাই সময় সময় আসল নোট চেনার পদ্ধতিগুলি জেনে নেওয়া প্রয়োজন। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক নকল নোট ও আসল নোট চেনার সহজ কিছু উপায়ও জানিয়ে দিয়েছে।
advertisement
5/8
যেগুলি মাথায় রাখতে হবে-- ১) রেজিস্টারের মধ্যে দিয়ে দেখুন সংখ্যায় লেখা ২০০০। ২) ২০০০ লেখার সঙ্গেই একটি ল্যাটেন্ট ইমেজ। ৩) দেবনাগরীতে লেখা ২০০০। ৪) নোটের একদম মাঝখানে থাকবে মহাত্মা গান্ধির ছবি।
যেগুলি মাথায় রাখতে হবে-- ১) রেজিস্টারের মধ্যে দিয়ে দেখুন সংখ্যায় লেখা ২০০০। ২) ২০০০ লেখার সঙ্গেই একটি ল্যাটেন্ট ইমেজ। ৩) দেবনাগরীতে লেখা ২০০০। ৪) নোটের একদম মাঝখানে থাকবে মহাত্মা গান্ধির ছবি।
advertisement
6/8
৫) নোটের পিছনে বাঁদিক করে মাইক্রো অক্ষরে লেখা থাকবে RBI ও ২০০০। ৬) সিকিউরিটি থ্রেডে লেখা থাকবে হিন্দিতে ভারত, RBI ও ২০০০। খালি চোখে সবুজ রঙের এই থ্রেডটি নীলচে হয়ে যাবে, যখন নোটটি একটু বাঁকিয়ে ধরা হবে। ৭) নোটের ডানদিকে থাকবে গ্যারান্টি ক্লজ, প্রমিস ক্লজের সঙ্গে RBI গভর্নরের স্বাক্ষর ও RBI -এর প্রতীক ছাপ।
৫) নোটের পিছনে বাঁদিক করে মাইক্রো অক্ষরে লেখা থাকবে RBI ও ২০০০। ৬) সিকিউরিটি থ্রেডে লেখা থাকবে হিন্দিতে ভারত, RBI ও ২০০০। খালি চোখে সবুজ রঙের এই থ্রেডটি নীলচে হয়ে যাবে, যখন নোটটি একটু বাঁকিয়ে ধরা হবে। ৭) নোটের ডানদিকে থাকবে গ্যারান্টি ক্লজ, প্রমিস ক্লজের সঙ্গে RBI গভর্নরের স্বাক্ষর ও RBI -এর প্রতীক ছাপ।
advertisement
7/8
৮) রং পরিবর্তনকারী কালি (সবুজ থেকে নীল)-এ নীচে একদম ডানদিকে রুপি সিম্বলের সঙ্গে লেখা থাকবে ২০০০ (₹2000)। ৯) মহাত্মা গান্ধীর ছবির ডানদিকে থাকবে অশোক স্তম্ভের ছাপ। সেইসঙ্গে ২০০০-এর জলছাপ। ১০) নোটের উপরের বাঁদিকে ও নীচে ডানদিকে থাকবে নাম্বার প্যানেল। ডিজিটগুলো ছোট থেকে বড় হয়ে যাবে। দৃষ্টি সমস্যা যাদের রয়েছে, তাদের জন্যই এই ব্যবস্থা। ১১) ডানদিকে থাকবে একটি আয়তঘন, যার মধ্যে উঁচু হরফে ছাপা থাকবে ২০০০। ১২) সাতটি কোণাকুণি ব্লিড লাইন বাঁদিকে ও ডানদিকে উঁচু ছাপায়।
৮) রং পরিবর্তনকারী কালি (সবুজ থেকে নীল)-এ নীচে একদম ডানদিকে রুপি সিম্বলের সঙ্গে লেখা থাকবে ২০০০ (₹2000)। ৯) মহাত্মা গান্ধীর ছবির ডানদিকে থাকবে অশোক স্তম্ভের ছাপ। সেইসঙ্গে ২০০০-এর জলছাপ। ১০) নোটের উপরের বাঁদিকে ও নীচে ডানদিকে থাকবে নাম্বার প্যানেল। ডিজিটগুলো ছোট থেকে বড় হয়ে যাবে। দৃষ্টি সমস্যা যাদের রয়েছে, তাদের জন্যই এই ব্যবস্থা। ১১) ডানদিকে থাকবে একটি আয়তঘন, যার মধ্যে উঁচু হরফে ছাপা থাকবে ২০০০। ১২) সাতটি কোণাকুণি ব্লিড লাইন বাঁদিকে ও ডানদিকে উঁচু ছাপায়।
advertisement
8/8
১৩) কোন সালে নোটটি ছাপা হয়েছে সেটি থাকবে বাঁদিকে। ১৪) থাকবে স্লোগানের সঙ্গে স্বচ্ছ ভারত লোগো। ১৫) নোটের মাঝের দিকে থাকবে ল্যাঙ্গুয়েজ প্যানেল। ১৬) উল্টোদিকে মঙ্গলযানের একটি ছবিও থাকবে। ১৭) ব্যাঙ্ক থেকে পাওয়া ২০০০ টাকার নোটটি দৈর্ঘ্য ও প্রস্থে হবে ১৬৬ মিলিমিটার X ৬৬ মিলিমিটার।
১৩) কোন সালে নোটটি ছাপা হয়েছে সেটি থাকবে বাঁদিকে। ১৪) থাকবে স্লোগানের সঙ্গে স্বচ্ছ ভারত লোগো। ১৫) নোটের মাঝের দিকে থাকবে ল্যাঙ্গুয়েজ প্যানেল। ১৬) উল্টোদিকে মঙ্গলযানের একটি ছবিও থাকবে। ১৭) ব্যাঙ্ক থেকে পাওয়া ২০০০ টাকার নোটটি দৈর্ঘ্য ও প্রস্থে হবে ১৬৬ মিলিমিটার X ৬৬ মিলিমিটার।
advertisement
advertisement
advertisement