#আলিপুরদুয়ার: ঘন জঙ্গল ৷ মাঝখান দিয়ে সবুজ চিরে চলে গিয়েছে ট্রেনের লাইন ৷ এই ট্রেনের লাইনেই একাধিক হাতির মৃত্যু হয় বেঘোরে ৷ সে খবরও উঠে আসে সংবাদ মাধ্যমের পাতায় ৷ তবে এবার যা ঘটল তাকে ছক ভাঙা বলাই যায় ৷হাতির দল যাতে নির্বঘ্নে লাইন পেরিয়ে জঙ্গলে ঢুকে যেতে পারে সে জন্য প্রায় ১৫ মিনিট ট্রেন দাঁড় করিয়ে রাখলেন ট্রেনের চালক ৷ গত মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে কালচিনির ও রাজাভাত খাওয়া স্টেশনের মাঝখানে বক্সা ব্যাঘ্র প্রকল্পে ৷ শিলিগুড়িগামী ডাউন ডিএমইউ ধুবরি-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের সামনে হঠাৎই চলে এসেছিল হাতির পাল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aliporeduar, Elephants, Railway Track