পেট থেকে বের হল ১০ কেজির টিউমার, স্বাস্থ্যসাথী প্রকল্পে নিখরচায় হল চিকিৎসা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
সোমবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ধূপগুড়ি নার্সিংহোমে সফল ভাবে অস্ত্রপ্রচার করে প্রায় ১০ কেজি ওজনের সেই টিউমারটি বার করেন চিকিৎসক এন মহাপাত্র।
#ময়নাগুড়ি: পেট থেকে বের হল ১০ কেজি ওজনের টিউমার, প্রাণে বাঁচলেন মহিলা।
স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য প্রাণে বাঁচলেন এক বৃদ্ধ মহিলা। দীর্ঘদিন থেকে পেটে ব্যথা নিয়ে ভুগছিলেন ময়নাগুড়ির সাপটিবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা স্বর্ণবালা রায়।
গত কয়েক দিন থেকেই তাঁর প্রচন্ড রক্তক্ষরণ হতে শুরু করে ৷ ডাক্তারি পরীক্ষার পর জানা যায়, তাঁর পেটের ভেতরে বিশাল টিউমার রয়েছে। শেষে চিকিৎসার জন্য ধূপগুড়ির জীবন দীপ নার্সিংহোমে যোগাযোগ করেন রোগীর ছেলে। এরপর সোমবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ধূপগুড়ি নার্সিংহোমে সফল ভাবে অস্ত্রপ্রচার করে প্রায় ১০ কেজি ওজনের সেই টিউমারটি বার করেন চিকিৎসক এন মহাপাত্র।
advertisement
advertisement
নার্সিংহোম সূত্রে খবর, সফলভাবে রোগীর অস্ত্র প্রচার হয়েছে। এখন রোগী বিপদমুক্ত অবস্থায় আছেন। এদিকে বিনা খরচায় স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ডের মাধ্যমে অপারেশন হওয়ায় খুশি রোগীর পরিবার।
রোগীর ছেলে রত্নেশ্বর রায় জানান, এর আগেও একবার অপারেশন করে টিউমার বের করা হয়েছিল। তারপরে কিছুদিন সুস্থই ছিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের পেটে যন্ত্রণা শুরু হয়। এর পরেই ধূপগুড়ি নার্সিংহোমে চিকিৎসকদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাঁরা জানান, পেটের ভিতর টিউমার রয়েছে। সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় তাঁর অপারেশন করা হয়। এখন রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 20, 2020 5:39 PM IST