Heritage Lake: হেরিটেজ তালিকার অংশ হলেও প্রশাসনে নেই বিন্দুমাত্র হেলদোল! যা অবস্থা এই হেরিটেজ দীঘির
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
নোংরা-আবর্জনা, জলজ আগাছা এবং কচুরিপানায় সম্পূর্ণই পরিপূর্ণ হয়ে গিয়েছে দীঘিটি। তিনদিক থেকে স্থানীয় জনবসতির অবৈধ ভাবে অধিগ্রহণ হয়েছে বেশ অনেকটা।
কোচবিহার: জেলা কোচবিহারে রাজ আমল থেকেই একাধিক দীঘি দেখতে পাওয়া যায়। তাই হেরিটেজ ঘোষণার সময় এই দীঘি গুলিকে হেরিটেজ তালিকা ভুক্ত করা হয়েছে। সেই হেরিটেজ তালিকায় থাকা অন্যতম দীঘি হল ধোপী দীঘি। এই দীঘিটি সঠিক কোন সময় তৈরি হয় সেটা জানা যায়না। তবে অনুমান করা হয় তোর্সা নদীতে বাঁধ নির্মাণ হওয়ার পর, নদীর খাল থেকেই এই পুকুরের সৃষ্টি। তবে রাজ আমলের হেরিটেজ তালিকা ভুক্ত দীঘি হলেও বর্তমানে এটির বেহাল দশা। আর এতেই রীতিমত উদ্ভিগ্ন হয়ে রয়েছেন জেলার বহু ইতিহাস প্রেমীরা।
আরও পড়ুন: ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার! পুলিশ-বাম কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্র শিলিগুড়ি
জেলার হেরিটেজ কমিটির এক সদস্য ঋষিকল্প পাল জানান, “এই দীঘিটি দীর্ঘ সময় ধরে রাজ বাড়ির পেছনের দিকে রয়েছে। এই ধরনের আরও কয়েকটি দিঘি রয়েছে রাজ বাড়ির পেছনের দিকে। দীঘিটি হেরিটেজ তালিকায় থাকা সত্বেও যা অবস্থা, তাতে দীঘিটিকে দেখে রীতিমত কষ্ট পেতে হয়। নোংরা-আবর্জনায় রীতিমত পরিপূর্ণ হয়ে রয়েছে দীঘিটি। দীঘিটি সংস্কার করা হয়না দীর্ঘ সময় ধরে। এরফলে জলজ আগাছা ও কচুরিপানায় সম্পূর্ণই পরিপূর্ণ হয়ে গিয়েছে দীঘিটি। এছাড়া দীঘির তিনদিক থেকে স্থানীয় জনবসতির অবৈধ ভাবে অধিগ্রহণ হয়েছে বেশ অনেকটা।”
advertisement
আরও পড়ুন: কাগজে-কলমে নয়, সব কাজ হবে ডিজিটাল! পঞ্চায়েতে এপ্রিল থেকে বড় বদল, কী কী সুবিধা হবে
তিনি আরও জানান, “একটা হেরিটেজ ঐতিহ্য এভাবে বিলীন হয়ে যেতে দেওয়া যায় না। জেলা প্রশাসনের উচিত দীঘিটির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দফতরকে দিয়ে দ্রুত সংস্কার কাজ করানো। নাহলে অদূর ভবিষ্যতে দীঘিটি হারিয়ে যাবে জেলা থেকে। এছাড়া পুরসভার উচিত দীঘিতে যেন নোংরা না ফেলা হয় বিষয়টি খেয়াল রাখা।\” যদিও দীঘিতে নোংরা-আবর্জনার বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর অভিজিৎ মজুমদার জানান, “স্থানীয় কিছু মানুষ রাতের অন্ধকারে অথবা সবার চোখের আড়ালে এই কাজ করেন। বিষয়টি নজর রাখা হবে। যাতে এই দীঘিটির মধ্যে কেউ নোংরা ফেলতে না পারেন।”
advertisement
advertisement
তবে জেলার এত পুরনো এক ঐতিহ্য ধীরে ধীরে নিজের পুরনো জেল্লা হারিয়ে পড়ে রয়েছে। তাই জেলা প্রশাসনের দ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণ করে দীঘিটির অস্তিত্ব সংকট দূর করা উচিত। তাহলেই অদূর ভবিষ্যতে জেলার হেরিটেজ এই দীঘিটি সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারবে না। নাহলে বেশ কিছুটা সময় পরে এই দীঘিটি অস্তিত্ব জেলার মধ্যে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 28, 2025 6:41 PM IST
