ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার! পুলিশ-বাম কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্র শিলিগুড়ি
- Reported by:Partha Pratim Sarkar
- news18 bangla
- Published by:Sudip Paul
Last Updated:
DYFI Protest: শিলিগুড়িতে ডিওয়াইএফআই-এর উত্তর কন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার। চলল জলকামান, লাঠিচার্জ করল পুলিশ, ব্যবহার করা হল টিয়ার গ্যাসও। আহত বেশ কয়েকজন বাম কর্মী ও পুলিশ আধিকারিক।
শিলিগুড়িতে ডিওয়াইএফআই-এর উত্তর কন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার। চলল জলকামান, লাঠিচার্জ করল পুলিশ, ব্যবহার করা হল টিয়ার গ্যাসও। আহত বেশ কয়েকজন বাম কর্মী ও পুলিশ আধিকারিক। বেকারি বিরোধী দিবসে স্থায়ী কাজ দাও, লুঠতরাজ, দুর্নীতিরাজ, দুষ্কৃতীরাজ, ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে উত্তরের সাত জেলাকে নিয়ে উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছিল বামেদের যুব সংগঠন। নেতৃত্বে ছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায় সহ অ্যান্যরা। সেই কর্মসূচি ঘিরেই কার্যত রণক্ষেত্র হয়ে উঠল শিলিগুড়ি।
সকাল থেকেই শিলিগুড়িতে জমায়েত বাড়ছিল ডিওয়াইএফআই কর্মী-সমর্থকদের। প্রস্তুত ছিল পুলিশও। মিছিল শিলিগুড়ির তিনবাতি মোড়ে আসতেই আটকে দেয় পুলিশ। মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই সদস্যদের ধুন্ধুমার সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে জল কামানের ব্যবহার করা হয়। লাঠিচার্জেরও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
advertisement
advertisement
জলকামান চলাকালীনও ব্যারিকেডের সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ ডিওয়াইএফআই কর্মীরা। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন মিনাক্ষী মুখোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বাম যুবনেত্রী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন বাম কর্মী আহত হন। রাস্তায় বসে চলে বিক্ষোভ। পাথরের আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয় বলেও অভিযোগ। আটক করা হয় মিনাক্ষী মুখোপাধ্যায়কে। গোটা ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় ৩১ নম্বর জাতীয় সড়কে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 28, 2025 5:07 PM IST









